এক্সপ্লোর
কুলভূষণ: সাজার বিরুদ্ধে আবেদন হবে, পাকিস্তানের কাছে চার্জশিট, মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল ভারত
![কুলভূষণ: সাজার বিরুদ্ধে আবেদন হবে, পাকিস্তানের কাছে চার্জশিট, মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল ভারত India Said It Will Appeal Against The Death Sentence Awarded To Kulbhushan Jadhav By A Pakistani Army Court Demands Copy Of Charge Sheet Verdict কুলভূষণ: সাজার বিরুদ্ধে আবেদন হবে, পাকিস্তানের কাছে চার্জশিট, মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল ভারত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/11100038/kulbhushan-yadav.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: পাকিস্তানের বিদেশসচিব তেহমিনা জাঞ্জুয়ার সঙ্গে দেখা করে কুলভূষণ যাদবকে ছাড়ানোর ব্যাপারে কথা বললেন ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালে। ভারতীয় নাগরিক কুলভূষণকে র-এর চর তকমা দিয়ে পাকিস্তানে নাশকতা, অন্তর্ঘাতের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের সামরিক আদালত। কিন্তু ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণকে সাজানো অভিযোগে ফাঁসিয়ে চরম সাজা দেওয়া হয়েছে, বিচারের নামে প্রহসন করা হয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। শুক্রবার বাম্বাওয়ালে জানিয়ে দিয়েছেন, কুলভূষণের সাজার বিরুদ্ধে আইনি রাস্তায় হাঁটবে ভারত। তিনি কুলভূষণের বিরুদ্ধে দেওয়া চার্জশিট, তাঁর মৃত্যুদণ্ডের সাজার রায়ের প্রত্যয়িত কপি চেয়েছেন।
পাশাপাশি ভারতীয় কনস্যুলেটের লোকজনকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিও জানিয়েছেন। বলেছেন, গত ১ বছরে ওরা ১৩ বার কনস্যুলেটকে কুলভূষণের সঙ্গে সাক্ষাতের আবেদন নাকচ করেছে। আবারও পাক বিদেশসচিবকে বললাম, যাতে আমরা আবেদন করতে পারি, সেজন্য কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হোক।
যদিও জাঞ্জুয়া নাকি সেই অনুরোধ রাখেননি। তিনি পাল্টা বলেছেন, বিষয়টি যেহেতু চরবৃত্তি সংক্রান্ত, তাই সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না ভারতীয় কনস্যুলেটের কর্তাব্যক্তিদের। তবে বাম্বাওয়ালে পাল্টা জানিয়ে দেন, আন্তর্জাতিক আইনে তাঁর সঙ্গে দেখা করতে দিতে বাধ্য পাকিস্তান।
গত বছরের মার্চে গ্রেফতার করা হয় কুলভূষণকে। পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, তাঁকে পাকিস্তানে রাষ্ট্রবিরোধী যুদ্ধ চালাতে, অস্থিরতা ছড়ানোর লক্ষ্যে চরবৃত্তি, নাশকতার চক্রান্ত তৈরি, তা কার্যকর করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল র।
যদিও ভারত অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ মৃত্যুদণ্ডের সাজার নিন্দা করে হুঁশিয়ারি দেন, পাকিস্তান যেন মনে রাখে, শাস্তি কার্যকর হলে তার রেশ পড়তে পারে দ্বিপাক্ষিক সম্পর্কেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)