এক্সপ্লোর
Advertisement
মার্কিন বিমানে স্ত্রী পাশে থাকা অবস্থায় মহিলা সহযাত্রীকে জাপটে ধরে অভব্য আচরণ ভারতীয়র
মিশিগান: মিশিগান পুলিশ ৩৪ বছরের এক ভারতীয়কে বিমানে বসে থাকা এক মহিলা সহযাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করেছে। ২২ বছর বয়সি ওই তরুণীর অভিযোগ, তিনি বিমানে ঘুনিয়ে পড়লে, আচমকা তাঁকে জাপটে ধরেন ওই ব্যক্তি। সেসময় অভিযুক্ত ব্যক্তির স্ত্রী তাঁর পাশেই বসেছিলেন ।
ওই ব্যক্তির নাম প্রভু রামামূর্তি। মার্কিন পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত ব্যক্তি টেম্পোরারি ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মার্কিন পুলিশ বিনা প্ররোচনায় যৌন হেনস্থার অভিযোগ এনেছে। বৃহস্পতিবার মিশিগানের এক ফেডারল আদালত অভিযুক্তর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি রাতে লাস ভেগাস থেকে স্পিরিট এয়ারলাইন্সের এক বিমানে করে ডেটরয়েট ফিরছিলেন ওই তরুণী ও অভিযুক্ত ব্যক্তি। ৩ জানুয়ারি ভোরে ডেটরয়েটে অবতরণ করে বিমানটি। ওই বিমানেই এই কাণ্ডটি ঘটান অভিযুক্ত রামামূর্তি। মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁর যখন আচমকা ঘুম ভাঙে তিনি দেখেন তাঁর শার্টের ও প্যান্টের বোতাম খোলা। ওই ব্যক্তির হাত তাঁর প্যান্টের ভিতরে রয়েছে। রামামূর্তি তাঁর স্ত্রী ও আক্রান্ত মহিলার মাঝখানে বসেছিলেন। ঘটানটা বোঝার সঙ্গে সঙ্গে ওই তরুণী উঠে গিয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে অভিযোগ জানান।
মার্কিন পুলিশকে দুজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁদের বয়ানে জানিয়েছেন, তরুণী তাঁদের কাছে এসে কাঁদতে কাঁদতে অভিযোগ জানান প্রায় ভোর সাড়ে পাঁচটা নাগাদ। সেই সময় তাঁর শার্ট অবিনস্ত্য ছিল, প্যান্টের বোতামও খোলা ছিল।
বিমান অবতরণের ঠিক ৪০ মিনিট আগে ঘটনাটি ঘটে। তরুণীকে যখন বিমানের পিছনে অন্য বসার জায়গা দেন ফ্লাইট অ্যাটেনডেন্ট, তখন অভিযুক্ত ব্যক্তির স্ত্রী পিছনে এসে দেখার চেষ্টা করেন, সেখানে কী ঘটছে। বিমান অবতরণের পর রামামূর্তিকে গ্রেফতার করা হয়। যদিও রামামূর্তি বা তাঁর স্ত্রীর দাবি, অভিযুক্ত ব্যক্তি কড়া ঘুমের ওষুধ খেয়েছিলেন। তিনি নাকি যখন ঘুম ভাঙে দেখেন, ওই তরুণী তাঁর হাঁটুর কাছে ঘুমোচ্ছে। যদিও তাঁদের এই অভিযোগ্য বিশ্বাসযোগ্য মনে করেনি আদালত। শুরু হয়েছে তদন্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement