এক্সপ্লোর
Advertisement
২০১৭ সালে ভারতীয়দের জমা দেওয়া অর্থ বেড়েছে ৫০ শতাংশেরও বেশি, জানাল সুইস ব্যাঙ্ক
জুরিখ ও নয়াদিল্লি: গত বছর সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা দেওয়া অর্থের পরিমাণ ৫০ শতাংশেরও বেশি বেড়ে ১.০১ বিলিয়ন সুইস ফ্রাঁ (ভারতীয় মুদ্রায় ৭,০০০ কোটি টাকা) হয়ে গিয়েছে। এর আগের তিন বছরে ভারতীয়দের অর্থ জমার পরিমাণ কমেছিল। কিন্তু ২০১৭ সালে সেটা বেড়ে গিয়েছে। আজ সরকারিভাবে বার্ষিক তথ্য প্রকাশ করে এমনই জানাল সুইস ন্যাশনাল ব্যাঙ্ক। প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, গত বছর ভারতীয়দের জমা দেওয়া অর্থের পরিমাণ ৫০ শতাংশেরও বেশি বাড়লেও, অন্য সব দেশের নাগরিকদের মিলিত জমার পরিমাণ বেড়েছে মাত্র ৩ শতাংশ (১.৪৬ ট্রিলিয়ন সুইস ফ্রাঁ বা ১০০ লক্ষ কোটি টাকা)।
মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে। সুইস ব্যাঙ্কে জমা কালো টাকা দেশে ফেরানোর কথাও বলা হচ্ছে। সরকারের কড়াকড়ির ফলে ২০১৬ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা অর্থের পরিমাণ কমে ৪৫ শতাংশে (৬৭৬ মিলিয়ন সুইস ফ্রাঁ বা ৪,৫০০ কোটি টাকা) নেমে গিয়েছিল। ১৯৮৭ সাল থেকে সুইস ব্যাঙ্ক বার্ষিক জমার তথ্য প্রকাশ করা শুরু করেছে। ২০১৬ সালেই ভারতীয়দের সবচেয়ে কম অর্থ জমা দেওয়ার কথা জানা যায়। তবে পরের বছরেই সেটা একলাফে অনেকটা বেড়ে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement