এক্সপ্লোর
Advertisement
ফুটবল ‘ইসলাম বিরোধী’! ১৪ রিয়াল মাদ্রিদ সমর্থককে খুন করল আইএস
বাগদাদ: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নিশানায় এবার ফুটবল সমর্থকরা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটি তাদের কাছে ‘ইসলাম বিরোধী’। এই অজুহাতে ইরাকের বালাদ শহরে একটি ক্যাফেতে হামলা চালিয়ে অন্তত ১৪ জন রিয়াল মাদ্রিদ সমর্থককে হত্যা করল জঙ্গিরা।
রিয়াল মাদ্রিদ সমর্থকদের সংগঠনের প্রেসিডেন্ট জিয়াদ সুভান বলেছেন, আইএস জঙ্গিরা একে-৪৭ হাতে ওই ক্যাফেতে হানা দেয়। সেখানে ঢুকেই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
তাহসিন নামে ২২ বছর বয়সি এক আহত রিয়াল সমর্থক বলেছেন, ওই ক্যাফেতে বসেই তাঁরা প্রিয় দলের খেলা দেখেন। ক্যাফেটি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো। জঙ্গি হামলার সময় তাঁরা পুরনো একটি খেলা দেখছিলেন। আচমকা জঙ্গিরা হামলা চালায়। অন্তত ১০ মিনিট ধরে তারা ওই ক্যাফে ঘিরে ধরে গুলি চালাতে থাকে। বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও হয়।
এই ঘটনায় শোক প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে দলীয় সমর্থকদের হত্যাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে স্পেনের এই ক্লাব বলেছে, ফুটবল সহ সব খেলা সারা বিশ্বে শান্তি ও ঐক্য স্থাপন করে। সন্ত্রাসবাদ কোনওদিন খেলাকে হারাতে পারবে না। শনিবার রাতে লা লিগার ম্যাচে কালো ব্যান্ড পরে খেলবেন রিয়ালের ফুটবলাররা।
লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস মেদরানো ফুটবলের উপর জঙ্গি হামলার নিন্দা করে নিহত রিয়াল মাদ্রিদ সমর্থকদের পরিবারের পাশে থাকার কথা বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement