এক্সপ্লোর
Advertisement
পাকিস্তান থেকে সন্ত্রাস: ভারতের পাশেই, মোদীর সফরের মুখে জানাল ইজরায়েল
জেরুজালেম: সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থানকে সার্বিকভাবে সমর্থন জানাল ইজরায়েল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে জেরুজালেম স্পষ্ট ভাষায় জানাল যে, পাক ভূখণ্ড থেকে উদ্ভূত ও দেশের মধ্যে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতকে পুরোদস্তুর সমর্থন করে তারা। একইসঙ্গে ইজরায়েল বলেছে, ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে।
ইজরায়েলের বিদেশমন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল মার্ক সোফার বলেছেন, ভারত ও ইজরায়েল-উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার। তিনি আরও বলেছেন, লস্কর-ই-তৈবা ও হামাসের মতো সংগঠনগুলির কোনও তফাত্ নেই। উভয় দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে।
মোদীর সফরের আগে সোফার সাফ জানিয়েছেন, সন্ত্রাসবাদের প্রশ্নে ভারতকে সমর্থনের কথা কখনো গোপন রাখেনি ইজরায়েল।
উল্লেখ্য, সোফার এর আগে ভারতে ইজরায়েলের দূত হিসেবেও কাজ করেছেন।
তিনি বলেছেন, দেশের বাইরে উদ্ভূত সন্ত্রাসবাদের শিকার হতে হচ্ছে ভারত ও ইজরায়েল উভয় দেশকেই। এ ধরনের শক্তিগুলির বিরুদ্ধে দুটি দেশ একই ধরনের লড়াই চালাচ্ছে।
দুই দেশের কৃটনৈতিক সম্পর্কে ২৫ বছর উপলক্ষ্যে আজ থেকে তিনদিনের ইজরায়েল সফর শুরু হচ্ছে মোদীর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement