এক্সপ্লোর
Advertisement
কুলভূষণ মামলা:আন্তর্জাতিক আদালতে পাক দলের নেতৃত্বে থাকবেন অ্যাটর্নি জেনারেল
ইসলামাবাদ: আন্তর্জাতিক আদালত (আইসিজে)-এ কুলভূষণ যাদব মামলায় এবার পাকিস্তানের দলের নেতৃত্ব দেবেন সে দেশের অ্যাটর্নি জেনারেল আশতার আউসফ। দ্য হেগে আইসিজে-র পিস প্যালেসকে বিষয়টি জানিয়ে দিয়েছে পাক বিদেশমন্ত্রক।
মামলার পরবর্তী দফার শুনানিতে পাক দলের ‘এজেন্ট’ হবেন আউসফ। আন্তর্জাতিক আদালতে কোনও দেশের প্রতিনিধি দলের সর্বোচ্চ কর্তাকে ‘এজেন্ট’ বলা হয়। তিনিই কোনও মামলায় দেশের হয়ে সওয়াল শুরু করেন।
গত ৮ জুন আইসিজে-র প্রেসিডেন্ট রনি আহ্রাহামের সঙ্গে নেদারল্যান্ডে ভারত ও পাকিস্তানের প্রতিনিধি দলের বৈঠক হয়।
উল্লেখ্য, পাকিস্তানের সামরিক আদালত গুপ্তচরবৃত্তির ভুয়ো অভিযোগে ভারতীয় নাগরিক কুলভূষণকে ফাঁসির সাজা দিয়েছে। এই সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে গত মে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে ভারত। আন্তর্জাতিক আদালতে ভারতের সাজা স্থগিতের আর্জি মঞ্জুর হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আদালত কুলভূষণের দণ্ডাদেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত।
কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য (কনসুলার অ্যাকসেস) ভারতের আর্জি বারংবার খারিজ করে দিয়েছে পাকিস্তান। প্রায় ১৫ বার ভারতের কনসুলার অ্যাকসেসের আর্জি খারিজ করেছে ইসলামাবাদ। এভাবে পাকিস্তান ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে বলে ভারত অভিযোগ তোলে। আন্তর্জাতিক আদালত ভারতের যুক্তি মেনে নিয়েছে।
পাকিস্তানের দাবি, বালুচিস্তান থেকে গ্রেফতার করা হয়েছিল কুলভূষণকে। অন্যদিকে, ভারত জানিয়েছে, ইরান থেকে ভারতের এই প্রাক্তন নৌসেনা আধিকারিককে অপহরণ করে পাকিস্তান। ইরানে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন কুলভূষণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement