এক্সপ্লোর
অসুস্থতার জন্য পদত্যাগ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের
জাপানের রাজনীতিতে বড়সড় খবর। অসুস্থতার জন্য পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী শিনজো আবে। এমনটাই খবর সংবাদসংস্থাগুলির। এর আগেই ৬৫ বছরের নেতা জানিয়েছিলেন, তাঁর শারীরিক অসুস্থতার জন্য সরকারের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য তিনি পদত্যাগ করবেন।
![অসুস্থতার জন্য পদত্যাগ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের Japan PM Resigns Japanese Prime Minister Shinzo Abe resigns quotes suffering from chronic disorders অসুস্থতার জন্য পদত্যাগ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/28221101/shinzo-abe.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: জাপানের রাজনীতিতে বড়সড় খবর। অসুস্থতার জন্য পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী শিনজো আবে। এমনটাই খবর সংবাদসংস্থাগুলির। এর আগেই ৬৫ বছরের নেতা জানিয়েছিলেন, তাঁর শারীরিক অসুস্থতার জন্য সরকারের যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য তিনি পদত্যাগ করবেন।
স্পুটনিক জানিয়েছে এক সাংবাদিক বৈঠকে আবে বলেছেন, চলতি বছরের জুনে তাঁর শরীরে পুরানো সমস্যা আলরেটিভ কোলাইটিস ফের চাগাড় গিয়ে ওঠে। ওষুধ খেয়েই নিজের কাজে সেরাটা দেওয়া চেষ্টা করেছি। কিন্তু গতমাসের মাঝামাঝি আমার শারীরিক অবস্থার বদল হয়। আমি খুবই অবসন্ন বোধ করি।
আবে জানান, শারীরিক অসুস্থতার অবনতি হওয়ায় ও চিকিৎসার কারণে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে, এই কারণে তিনি পদত্যাগ করবেন।
আবে জানান, রাজনীতিতে ফলাফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অসুস্থতা ও চিকিত্সা এবং অসুস্থ শরীর নিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল হতে দিতে পারি না।
এর আগে আবে ২০০৫-২০০৬ পর্যন্ত ক্যাবিনেট সবিবের কাজ করেছেন। এরপর ২০০৬ থেকে ২০০৭ প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তিনিই জাপানের সবচেয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রী পদের দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় দফায় তিনি টানা আট বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে অর্ধ শতক আগে তাঁরই ঠাকুর্দা এইসাকো সাটোর রেকর্ড ভাঙেন তিনি।
সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, শাসক দলের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও কোভিড-১০ জনিত পরিস্থিতি মোকাবিলা সংক্রান্ত কারণে তাঁর জনপ্রিয়তা ৩০ শতাংশ কমে গিয়েছে।
আর্থিক পুণরুজ্জীবনকে সামনে রেখে আবে তাঁর রাজনৈতিক ভিত্তি মজবুত করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)