এক্সপ্লোর
Advertisement
নাসার ইতিহাসে এই প্রথম চাঁদে মানুষ পাঠানোয় নেতৃত্ব দেবেন এক মহিলা!
সম্প্রতি নাসার তরফে জিম বার্ডস্টাইন ট্যুইট করে জানান, হিউম্যান স্পেসফ্লাইট অভিযানের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্যাথি লডারসকে।
নয়াদিল্লি- এবার নারীশক্তির নেতৃত্ব মহাকাশ অভিযানে পাড়ি দেবে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ইতিহাসে এই প্রথমবার। হিউম্যান স্পেসফ্লাইট –এ নাসার আগামী অভিযানে নেতৃ্ত্ব দেবেন এক মহিলা!
সম্প্রতি নাসার তরফে জিম বার্ডস্টাইন ট্যুইট করে জানান, হিউম্যান স্পেসফ্লাইট অভিযানের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্যাথি লডারসকে। গত মাসের বেসরকারি অভিযাত্রীদের মহাকাশে পাঠাতে নাসার মিশনের পরিচালনা করেছিলেন এই ক্যাথি লডারস।
২০২৪ সালে মহাকাশচারীদের চাঁদে পাঠানো হবে। তার জন্য এখন আরও একটি অভিযানের প্রস্তুতি চালাচ্ছে নাসা। সেই অভিযানের মহাকাশযানের নেতৃত্বে প্রথম মহিলা হিসেবে থাকবেন ক্যাথি লডারস। তাঁর আগের কাজ তিনি যে ভাবে পরিচালনা করেছিলেন তাতে খুশি হয়েই ক্যাথিকে এই নয়া দায়িত্ব দেওয়া হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন নাসার প্রধান জিম বার্ডস্টাইন।
নাসার হিউম্যান এক্সপ্লোরেসন অ্যান্ড অপরেশন মিশন ডিরেক্টরেট -এর জন্য প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে ক্যাথিকে। ১৯৯২ সালে নাসায় যোগ দেন ক্যাথি। গত ৩০ মে স্পেস এক্স -এর রকেটে দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হয়। এই প্রথম বাণিজ্যিক অভিযানে মহাকাশে মানুষ পাঠানো হয়।
স্পেস এক্স, বোয়িং এবং আরও যে সব কোম্পানি নিরাপদে মানুষকে মহাকাশে পাঠানোর মহাকাশযান নির্মাণ করছে, তাদের স্পেস ক্যাপসুল পরীক্ষা করার কাজে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ক্যাথি। নাসার সঙ্গে গাটছড়া বেঁধেই এই কোম্পানিগুলি মহাকাশযান নির্মাণ করছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement