এক্সপ্লোর
ডোনাল্ড তনয়া ইভাঙ্কা ট্রাম্পের পাশে বসতে আপত্তি, বিমান থেকে বের করে দেওয়া হল যাত্রীকে

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের পাশে বসতে আপত্তি করায়, মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান থেকে বের করে দেওয়া হল এক যাত্রীকে। ইভাঙ্কা তাঁর স্বামীর সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে যাচ্ছিলেন। সূত্রের খবর, গতকাল জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ওই বিমানে করে স্বামীর সঙ্গে হাওয়াই যাচ্ছিলেন ইভাঙ্কা। সেখানে ইভাঙ্কাকে দেখে তাঁর এক সহযাত্রী বলেন, প্রথমে আপনারা আমাদের দেশকে ধ্বংস করেছেন, এবার এই বিমানকে ধ্বংস করতে এসেছেন। তারপর তাঁর পাশে বসতেও আপত্তি জানায় ওই যাত্রী। এই কথা শুনে ওই ব্যক্তিকে বিমান থেকে নেমে যেতে বাধ্য করেন বিমানকর্মীরা। সেখানে উপস্থিত অন্য যাত্রীরাও ঘটনার কথা স্বীকার করেছেন। বিমানে উপস্থিত এক যাত্রী জানান, ইভাঙ্কাকে দেখে কার্যত রাগে কাঁপছিলেন ওই যাত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট






















