এক্সপ্লোর
মরণোত্তর ব্রিটিশ পুরস্কার মাদার টেরেসাকে
![মরণোত্তর ব্রিটিশ পুরস্কার মাদার টেরেসাকে Mother Teresa Conferred With Founders Award Posthumously In Uk মরণোত্তর ব্রিটিশ পুরস্কার মাদার টেরেসাকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/09201423/mother-teresa-580x395-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠাতা পুরস্কারে(ফাউন্ডার্স অ্যাওয়ার্ড) সম্মানিত করা হল মাদার টেরেসাকে।
এবছর এই মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়েছে মিশনারি অফ চ্যারিটির প্রতিষ্ঠাতা মাদার টেরেসাকে। গোটা বিশ্বের এশিয় সম্প্রদায়ের মধ্যে আদর্শ দৃষ্টান্তমূলক কাজে কৃতিত্ব অর্জনের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের ১৪ টি ক্যাটাগরি রয়েছ। এরমধ্যে রয়েছে বাণিজ্য, বিনোদন, সংস্কৃতি, খেলাধূলা, মানবপ্রেম প্রভৃতি বিভাগগুলি। ২০১০ সালে প্রথম এই পুরস্কার প্রদান শুরু করেন লেমন গ্রুপের প্রতিষ্ঠাতা পাল সাগু।
পুরস্কার তুলে দেওয়া হয় টেরেসার একমাত্র জীবিত উত্তরসূরী, তাঁর আত্মীয় বছর ৭২-এর এজি বোজাঝিউ-র হাতে। টেরেসার মরণোত্তর এই পুরস্কার নিতে ইতালি থেকে বিমানে আসেন তিনি।
সাগু বলেন, এবছর এই বিশেষ সম্মান প্রদান করা হচ্ছে টেরেসাকে। ইতিহাসের পাতায় তা উজ্জ্বল হয়ে থাকবে।
আগামী ৪ সেপ্টেম্বরে ‘সন্ত’ উপাধি দেওয়া হবে টেরেসাকে। গোটা জীবনটাই দরিদ্র, রোগাক্রান্ত, পীড়িত মানুষদের কথা ভেবেছেন তিনি। ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)