NASA ON China: চাঁদের সম্পত্তি দখল করতে মহাকাশে সেনা মোতায়েন করেছে চিন! সতর্ক করলেন নাসা প্রধান
NASA ON China: এমন ঘটনাও ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন যে বেজিং যদি আগে চাঁদে আগে পৌঁছে যেতে পারেত তাহলে তারা বলতেই পারত, "ঠিক আছে, এটা আমাদের। এখন থেকে দূরে হাটো।"
ওয়াশিংটন: আগাগোড়াই চিনের (China) বিভিন্ন ধরনের নেতিবাচক পরীক্ষা নিয়ে চিন্তিত থাকে বিশ্ব। কোভিড ১৯ পরবর্তী পর্যায়ে সেই চিন্তা আরও বেড়েছে। এই পরিস্থিতির মধ্যেই মহাকাশে (space
) চিনের (China) লালফৌজের (PLA) উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে আমেরিকার আইন প্রণেতাদের (American lawmakers) সতর্ক করলেন নাসা প্রধান বিল নেলসন (Nasa chief (Nelson) । তিনি একথাও জানিয়েছেন যে লাল ফৌজের মহাকাশ অভিযানের কথা চিন লুকিয়ে রেখেছে সাধারণ মহাকাশ অভিযানের আড়ালে। আর এই কাজ চিন করেছে চাঁদের সম্পদের (Moon's resources) উপর নিজেদের দাবি জানানোর জন্য।
ক্যাপিটাল হিলে আমেরিকার আইন প্রণেতাদের সতর্ক করে দিয়ে নাসার প্রশাসক বিল নেলসন বলেন, "বিশেষ করে শেষ ১০ বছরে অতিরিক্ত তৎপরতা দেখিয়েছে চিন। আর বিষয়টির কথা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে লুকিয়ে রেখেছে তারা। চাঁদের সম্পদের উপর দখলদারি করার জন্য বেজিং নিজেদের সাধারণ মহাকাশ অভিযানের পেছনে সেনা পরিকল্পনার কথা সুচারুভাবে লুকিয়ে রেখেছে। আমরা বিশ্বাস করি তাদের তথাকথিত সাধারণ মহাকাশ অভিযান হল আসলে লাল ফৌজের একটি মিশন। আর আমি মনে এর প্রভাবে আমরাও একটা রেসের মধ্যে রয়েছি। বিল নেলসনের এই সতর্কবার্তার কথা প্রকাশিত হয়েছে বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। চিনের এই ভয়ানক পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করে বিষয়টি সম্পর্কে সজাগ নজরদারি চালাতে বলেছেন নাসা প্রধান। সেই সঙ্গে এই মন্তব্যও করেছেন যে চিনের এই মানসিকতা তৈরি করে বোঝা উচিত যে সাধারণ মহাকাশ হল শান্তিপূর্ণ ব্যবহারের জন্য। কিন্তু, চিনের এই দখলদারি চালানোর চেষ্টার কথা আমরা লক্ষ্য করতে পারছি না।"
২০২৫ সালে নাসার বাজেট বরাদ্দ ঠিক করার জন্য মার্কিন সংসদের নির্দিষ্ট কমিটিতে আলোচনার সময় মহাকাশে চিনের লুকিয়ে সেনা মোতায়েনের কথা জানান নেলসন। সেই সঙ্গে তিনি একথাও যোগ করেন যে আমেরিকারও চাঁদে চিনের দখলদারি আগে নিজেদের জায়গা নিয়ে নেওয়া প্রয়োজন। কারণ এমন ঘটনাও ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন যে বেজিং যদি আগে চাঁদে আগে পৌঁছে যেতে পারত তাহলে তারা বলতেই পারত, "ঠিক আছে, এটা আমাদের। এখন থেকে দূরে হাটো।"
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বিল নেলসন দাবি করেছিলেন যে আমেরিকা ও চিনের মধ্যে মহাকাশ নিয়ে একটা প্রতিযোগিতা চলছে আর একথা বলেও সতর্ক করেছিলেন যে এমনও হতে পারে চিন চাঁদের খনিজ সম্পদ সম্পন্ন অঞ্চল নিজেদের বলে দাবি করতে থাকে।
আরও পড়ুন: Dubai Floods: বন্যায় বিপর্যস্ত মরুশহর দুবাই, দেড় বছরের বৃষ্টি একদিনেই, জলবায়ু পরিবর্তনই কি দায়ী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।