এক্সপ্লোর
Advertisement
বুরহানকে ফের ‘স্বাধীনতা সংগ্রামী’ তকমা, কাশ্মীরীদের সমর্থন জুগিয়ে যাবে পাকিস্তান, বললেন শরিফ
ইসলামাবাদ: আন্তর্জাতিক ক্ষেত্রে একঘরে হয়েও হেলদোল নেই পাকিস্তানের। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ফের হিজবুল মুজাহিদিনের নিহত জঙ্গি বুরহান ওয়ানিকে ‘স্বাধীনতা সংগ্রামী’ তকমা দিলেন। একইসঙ্গে শরিফ বলেছেন, পাকিস্তান কাশ্মীরীদের সমর্থন যুগিয়ে যাবে। বিশ্বের কোনও শক্তিই এক্ষেত্রে পাকিস্তানকে রুখতে পারবে না।
শরিফ তাঁর দল পিএমএন (এন)-র এক বৈঠকে এ কথা বলেছেন। উল্লেখ্য, কাশ্মীর ইস্যু রাষ্ট্রপুঞ্জে তোলার চেষ্টা করেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীর প্রসঙ্গ তুলেছিলেন খোদ শরিফ।বক্তৃতায় বুরহানকে 'মহান' করে দেখানোর চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু এই ইস্যুতে আন্তর্জাতিক মহলে হালে পানি পায়নি পাকিস্তান। উল্টোদিকে, সন্ত্রাসবাদ নিয়ে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ পাকিস্তানকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।
সবমিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে একঘরে পাকিস্তান। উরি হামলার পর ভারতের আক্রমণাত্মক অবস্থানের মোকাবিলাও সঠিকভাবে করতে ব্যর্থ হয়েছেন বলে পাকিস্তানে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে যথেষ্ট চাপে রয়েছেন শরিফ। এই অবস্থায় কাশ্মীর প্রসঙ্গ তুলে ও বুরহানকে 'স্বাধীনতা সংগ্রামী' তকমা দিয়ে দেশের অভ্যন্তরীন রাজনীতির চাপ শরিফ সামাল দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান নিহত হয়। এই বুরহানকে এর আগেও স্বাধীনতা সংগ্রামী তকম দিয়েছিলেন শরিফ।
এদিন শরিফ দাবি করেছেন, পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা কমছে। করাচি অপারেশনের ইতিবাচক ফলের কারণেই এক্ষেত্রে সাফল্য এসেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement