এক্সপ্লোর
লাহৌর হাইকোর্টে চ্যালেঞ্জ শরিফের 'নাইটহুড' উপাধি

লাহৌর: উরি সেক্টরে জঙ্গি হামলার ঘটনায় যতই অভিযোগ অস্বীকার করুক পাকিস্তান, নিজেদের দোষ ঢাকার চেষ্টা করুক শরিফ-সরকার, তাদের বিরুদ্ধে একের পর এক জোরালো তথ্য প্রমাণ দিয়ে চলেছে ভারত সরকার। এরপর সার্ক সম্মেলন বাতিল হওয়ায় বেশ চাপের মুখে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার তাঁর "নাইটহুড" উপাধি নিয়েও উঠল প্রশ্ন। ১৯৯৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ শরিফকে "নাইটহুড" উপাধি দিয়েছিলেন। এই সম্মানকে চ্যালেঞ্জ জানিয়ে লাহৌর হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন ব্যারিস্টার জাভেদ ইকবাল জাফেরি। তাঁর বক্তব্য সম্মানীয় এই উপাধি "দাসত্বের চিহ্ন" এবং "দেশীয় স্বার্থ বিরোধী"। জাফেরি বলেন, ফের প্রধানমন্ত্রীর পদে এসেছেন শরিফ। লাহৌর হাইকোর্টের কাছে আবেদন করা হয়েছে, যাতে শরিফকে ব্রিটেনের রানির দেওয়া এই উপাধি ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়। কারণ, দাসত্বের এই উপাধি গ্রহণ করে পাকিস্তানিদের সম্মান ও মর্যাদা খর্ব করেছেন শরিফ, এমনটাই জানান আইনজীবী। পিটিশনে আরও বলা হয়েছে, এই উপাধি গ্রহণ করে পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করেছেন তিনি। এই উপাধি গ্রহণ করার আগে শরিফের উচিত ছিল সংসদ ও মন্ত্রিসভাকে জানানো। আগামী সপ্তাহে এই মামলার শুনানি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















