NeoCov coronavirus: প্রাণঘাতী নিওকোভ ফের ডেকে আনতে পারে অতিমারি! চিনা বিজ্ঞানীদের দাবি ঘিরে উদ্বেগ
NeoCov coronavirus: এখনও পর্যন্ত শুধুমাত্র বাদুড়ের শরীরেই মিলেছে এই নিওকোভ। এটি করোনার ডেল্টা বা ওমিক্রনের (COVID Variant Omicron) মতো অতি সংক্রামক না হলেও, নিওকোভ প্রাণঘাতী বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বেজিং: নয় নয় করে দু’বছর কেটে গেলেও নোভেল করোনাভাইরাস (Novel Coronavirus) থেকে উদ্ভূত অতিমারির (COVID Pandemic) প্রভাব এখনও কাটেনি। তার মধ্যেই বাদুড়ের শরীরে উপস্থিত করোনাভাইরাসের আর এক রূপ নিওকোভ করোনাভাইরাস (NeoCov coronavirus) নিয়ে উদ্বেগে চিনের বিজ্ঞানীরা (Chinese Scientists)। সার্স-কোভ-২ (SARS-COV-2) ভাইরাসের মতোই মানুষের কোষগুলিকে এটির সংক্রমিত করার ক্ষমতা রয়েছে পারে বলে জানিয়েছেন উহান ইউনিভার্সিটির (Wuhan University) গবেষকরা।
দক্ষিণ আফ্রিকার বাদুড় (South African Bats) নিয়ে পরীক্ষা করতে গিয়ে এই নিওকোভ করোনাভাইরাসের হদিশ মিলেছে। এখনও পর্যন্ত গবেষণার বিশদ রিপোর্ট মেলেনি, তবে ২০১২ সালে সৌদি আরবে ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম’ (MERS) নামের যে ভাইরাল লোগের হদিশ মিলেছিল, তার সঙ্গে নিওকোভের সাদৃশ্য রয়েছে বলে মত তাঁদের।
এখনও পর্যন্ত শুধুমাত্র বাদুড়ের শরীরেই মিলেছে এই নিওকোভ। এটি করোনার ডেল্টা বা ওমিক্রনের (COVID Variant Omicron) মতো অতি সংক্রামক না হলেও, নিওকোভ প্রাণঘাতী বলে মনে করছেন বিজ্ঞানীরা। bioRxiv.org ওয়েবসাইটে নিওকোভ নিয়ে গবেষণার প্রাথমিক স্তরের কিছু তথ্য তুলে ধরেছেন তাঁরা। তাতে বলা হয়েছে, মার্স-এর সঙ্গে নিওকোভের ৮৫ শতাংশ সাদৃশ্য রয়েছে। মার্স সংক্রমিতদের মধ্যে মৃত্যুর হার ৩৫ শতাংশ, কোভিডের চেয়ে যা বহু গুণ বেশি। তাই নিওকোভ নিয়েও উদ্বেগে রয়েছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন: Covid: শরীরের কতদিন সক্রিয় থাকতে পারে কোভিড ? কী বলছে গবেষণা
যদিও, এ নিয়ে এখনই কিছু নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তারা জানিয়েছে, এ নিয়ে আরও পরীক্ষা হওয়া প্রয়োজন। ভবিষ্যতে ভাইরাসের এই নয়া রূপ মানবজাতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে কি না, এখনই এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। বাদুড়ের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আশ্চর্যের বিষয় নয় বলে জানিয়েছে হু। তবে বিষয়টি নিয়ে সতর্ক করার জন্য চিনের বিজ্ঞানীদের ধন্যবাদও জানিয়েছে তারা।