এক্সপ্লোর
Advertisement
কোনও পাসপোর্ট ও বোর্ডি পাস ছাড়াই নিরাপত্তা এড়িয়ে বিমানে শিকাগো থেকে লন্ডন চলে এলেন এক মহিলা
শিকাগো: এক একটা সময় আসে যখন প্রত্যেকেই একটু বাইরে কোথাও থেকে বেড়িয়ে আসতে চায়। মার্লিন হার্টম্যানও বোধহয় এমনটাই চেয়েছিলেন..তবে কোনও পয়সা খরচ না করেই! বিমানের কোনও টিকিট বা পাসপোর্ট ছাড়াই গতসপ্তাহে আমেরিকার শিকাগো থেকে লন্ডনে চলে আসেন তিনি। কোনওভাবে বিনা টিকিট বা বোর্ডিং পাস ছাড়াই শিকাগোর ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে উঠে পড়েন তিনি। সবচেয়ে আশ্চর্যর কথা, তিনি যে এভাবে বিমানে উঠে পড়েছেন, তা কেউ লক্ষ্যই করেনি। অবিশ্বাস্য লাগলেও এই ঘটনা বাস্তবেই ঘটেছে।
জানা গেছে, বিমানে উঠে প্রথমে শৌচাগারে লুকিয়ে পড়েন তিনি। পরে বিমান যাত্রা শুরু করলে সিটে বসেন তিনি। তবে লন্ডনে এসেই তাঁর যাত্রার পরিকল্পনায় ছেদ পড়ে। সেখানে শুল্ক বিভাগের আধিকারিকদের হাতে ধরা পড়েন হার্টম্যান। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁকে ব্রিটেনে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
শিকাগো পুলিশ তাঁর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ সহ হার্টম্যানের একটি ছবি অফিসিয়াল ট্যুইটার পেজে পোস্ট করেছে।
Stowaway Charged with Crimianl Tresspass to State Land and Theft at O'Hare Offender: Marilyn Hartman, 66 160 Hamelitz Ct Grayslake, IL pic.twitter.com/4NxfCTdhm8
— Chicago Police (@Chicago_Police) January 20, 2018
এখন নিশ্চয় ভাবছেন ৬৬ বছরের বৃদ্ধা হার্টম্যান কীভাবে এই কাজ করতে পারলেন? বিমানবন্দরের নজরদারি ভিডিও-তে কোনও পাসপোর্ট বা বোর্ডিং পাস ছাড়াই ও হেয়ার বিমানবন্দরে যেতে দেখা গিয়েছে হার্টম্যানকে। অন্যান্য যাত্রীদের বোর্ডিং পাস পরীক্ষায় ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকরা ব্যস্ত সেই ফাঁকেই পার হয়ে যান হার্টম্যান।
আরও জানা গেছে, কোনও নথিপত্র না দেখিয়েই মাথার চুলে মুখ ঢেকে তিনি বিমানে উঠে পড়েন। তাঁর বিরুদ্ধে চুরি ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement