এক্সপ্লোর
Advertisement
হিরোশিমায় পরমাণু বোমা হামলায় নিহতদের শ্রদ্ধা জানাবেন ওবামা
ওয়াশিংটন: প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমায় যাচ্ছেন বারাক ওবামা। তাঁর সঙ্গী হবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট এই সফর প্রসঙ্গে বলেছেন, চলতি মাসের ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত ভিয়েতনাম ও জাপান সফর করবেন ওবামা। ২৭ তারিখ জাপানে জি-৭ গোষ্ঠীর বৈঠক শেষ হবে। এরপর সেদিনই হিরোশিমা যাবেন তিনি। হিরোশিমায় গিয়ে পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে সওয়াল করবেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস ব্লগে লিখেছেন, এই সফরের মাধ্যমে ওবামা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে হিরোশিমায় পরমাণু বোমার মারাত্মক আঘাতে গণহত্যার উপর আলোকপাত করবেন। তিনি পিস মেমোরিয়াল পার্কে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট পরমাণু বোমা ফেলে হিরোশিমা শহরকে প্রায় ধ্বংস করে দেওয়ার জন্য ক্ষমা চাইবেন বলে মনে হয় না।
গত মাসে মার্কিন বিদেশ সচিব জন কেরি হিরোশিমায় গিয়েছিলেন। ১৯৪৫-এর ৬ আগস্ট যেখানে প্রথম পরমাণু বোমা ফেলেছিল মার্কিন বোমারু বিমান, সেখানে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর কয়েকদিন পরেই জানা যায়, ওবামা হিরোশিমা যাবেন। আজ তাঁর সফরের বিষয়টি চূড়ান্ত হল।
চলতি বছরের ডিসেম্বরে পার্ল হারবার হামলার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। তার আগে ওবামার হিরোশিমা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement