সাহিত্যে নোবেল ওলগা তুকার্কজুক ও পিটার হ্যান্ডক-কে
সাহিত্যে নোবেল পুরস্কার, এবার একসঙ্গে ২ সাহিত্যিকের হাতে নোবেল পুরস্কার তুলে দেবে সুইডিশ অ্যাকাডেমি।
সুইডেন: সাহিত্যে নোবেল পুরস্কার, এবার একসঙ্গে ২ সাহিত্যিকের হাতে নোবেল পুরস্কার তুলে দেবে সুইডিশ অ্যাকাডেমি। গত বছর স্থগিত থাকার পর এবার এই বিভাগে নোবেল দেওয়া হবে বলে ঘোষণা করেছে নোবেল প্রদানকারী সংস্থা। ২০১৮ সালের জন্য নোবেল পাচ্ছেন পোল্যান্ডের লেখিকা ওলগা তুকার্কজুক। আর চলতি বছরে সাহিত্যে নোবেল তুলে দেওয়া হবে অস্ট্রেলিয়ার স্বনামধন্য লেখক পিটার হ্যান্ডককে।
BREAKING NEWS: The Nobel Prize in Literature for 2018 is awarded to the Polish author Olga Tokarczuk. The Nobel Prize in Literature for 2019 is awarded to the Austrian author Peter Handke.#NobelPrize pic.twitter.com/CeKNz1oTSB
— The Nobel Prize (@NobelPrize) October 10, 2019
প্রসঙ্গত, ১৯০১ সাল থেকে সুইডিশ অ্যাকাডেমি আলফ্রেড নোবেলের পদবীতে নামাঙ্কিত নোবেল পুরস্কার প্রদানের প্রথা চালু করে। সাহিত্য জগতে এখনও পর্যন্ত এই আন্তর্জাতিক সম্মান পেয়েছেন ১১৪ জন। তার মধ্যে ১৪ জন মহিলা। একমাত্র গতবারই সাহিত্য বিভাগে নোবেল প্রদান স্থগিত রাখা হয়েছিল। কারণ, সেবার মিটু আন্দোলনের আঁচ লেগেছিল সুইডিশ অ্যাকেডেমিতেও। নোবেল প্রদানকারি কমিটির এক সদস্য সুইডিশ কবি কাতারিনা ফ্রোস্টেনসনের স্বামীর বিরুদ্ধে উঠেছিল নারী নির্যাতনের অভিযোগ। পরে কাতারিনা ফ্রোস্টেনসনের স্বামীর বিরুদ্ধে তদন্ত হয় এবং তিনি দোষী সাব্যস্ত হন। সুইডিশ কবির স্বামী আরনল্ট ধর্ষণের অপরাধে ২ বছরের কারাবাসে দণ্ডিত হন। সুইডিশ অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন কাতারিনা ফ্রোস্টেনসন। এই টালমাটাল পরিস্থিতিতে সাহিত্য নোবেল প্রদান স্থগিত হয়ে যায়। এবার সম্মান পুনরদ্ধার করে ফের চালু হচ্ছে সাহিত্যে নোবেল। পুরস্কার পাচ্ছেন লেখিকা ওলগা তুকার্কজুক ও লেখক পিটার হ্যান্ডক।