(Source: ECI/ABP News/ABP Majha)
মার্সেইতে পথচারীদের পিষে দিল বেপরোয়া গাড়ি, নিহত ১
মার্সেই: গাড়ি-আতঙ্ক ফিরল ফ্রান্সে। আবারও বেপরোয়া গাড়ি পিষে দিল নিরীহ পথচারীদের। ঘটনায় নিহত ১।
সোমবার সকাল নটা নাগাদ দক্ষিণ ফরাসি শহর মার্সেইতে একটি গাড়ি দুটি পৃথক বাসস্টপে অপেক্ষারত যাত্রীদের পিষে দেয়। জানা গিয়েছে, প্রথমে শহরের থারটিনথ ডিস্ট্রিক্ট স্টপে পথচারীদের পিষে দেয় ঘাতক গাড়িটি। সেখানে এক ব্যক্তি গুরুতর আহত হন। এরপর ইলেভেনথ ডিস্ট্রিক্ট স্টপে একই কাণ্ড ঘটায় গাড়িটি। সেখানে এক মহিলার মৃত্যু হয়।
ইলেভেনথ ও টুয়েলভথ ডিস্ট্রিক্টের মেয়র জুলিয়েঁ রেভিয়া জানান, বছর চল্লিশের ওউ মহিলা বাসস্টপে একাই ছিলেন। অন্যদিকে আহত ব্যক্তির বয়স প্রায় মধ্য তিরিশ। এদিকে ঘাতক গাড়ির মডেল নিয়ে ধোঁয়াশা রয়েছে। এক সূত্র জানাচ্ছে, গাড়িটি রেনো। অন্য সূত্র থেকে জানা গিয়েছে, গাড়িটি ভ্যান।
ঘটনার পর ঘাতক গাড়িটি সেখান থেকে পালিয়ে গেলেও, পরে রেজিস্ট্রেশন নম্বর দেখে তা চিহ্নিত করে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও, প্রশাসন এখনই এই ঘটনাকে জঙ্গি হামলা বলে ঘোষণা করতে চাইছে না।
গত সপ্তাহেই, স্পেনের বার্সেলোনায় বেপোরয়া গাড়ির ধাক্কায় ১৩ জন প্রাণ হারান। সেই ঘটনায় অভিযুক্ত গাড়িচালকের এখনও খোঁজ করছে পুলিশ।