এক্সপ্লোর
Advertisement
‘এনকাউন্টারে’ গুলিতে হত দম্পতি, কিশোরী কন্যা, পাকিস্তানে শোরগোল, ‘সন্ত্রাসবাদীদের’ সঙ্গে সংঘর্ষের দাবি পঞ্জাব পুলিশের
লাহোর: পাকিস্তানে পঞ্জাব পুলিশের গুলিতে এক ব্যক্তি, তাঁর স্ত্রী, কিশোরী কন্যা সহ চারজনের নিহত হওয়ার ঘটনায় তীব্র আলোড়ন। পুলিশের দাবি, ‘সন্ত্রাসবাদীদের’ সঙ্গে তাদের গুলির লড়াই হয়েছে। যদিও নিহতদের পরিবারের পাল্টা দাবি, এই সংঘর্ষ সাজানো। শনিবার লাহোর থেকে প্রায় ২০০ কিমি দূরে শাহিওয়ালের একটি হাইওয়েতে ওই এনকাউন্টার হয় বলে খবর।
পুলিশের সন্ত্রাস দমন বিভাগের দাবি, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই তারা সেখানে অভিযান চালায়, সংঘর্ষে মৃত্যু হয় ওই চারজনের। পরিবারটি গাড়িতে চেপে যাচ্ছিল। নিহতরা হল মুদি দোকানের মালিক ৪২ বছরের মহম্মদ খলিল, তাঁর স্ত্রী ৩৮ বছরের নাবিলা, তাঁদের ১৩ বছরের মেয়ে আরিবা, পারিবারিক বন্ধু জিশান জাভেদ। গাড়ির চালকের আসনে ছিলেন জিশান। পুলিশের দাবি, জিশান ছিল তাদের ওয়ান্টেড সন্ত্রাসবাদীর তালিকায়।
গুলি লাগে খলিল, আরিবার নাবালিক পুত্রের গায়ে, আরও দুই মেয়ে বেঁচে গিয়েছে।
সন্ত্রাসবাদ দমন শাখার দাবি, তাদের কাছে খবর ছিল, সন্ত্রাসবাদীরা অস্ত্র, বিস্ফোরক নিয়ে গাড়িতে সাহিওয়ালের দিকে যাচ্ছে। তারপরই অভিযানে নামে তারা। পুলিশকর্মীরা একটি টোল প্লাজার কাছে একটি সুজুকি অল্টো ও একটি মোটরসাইকেলকে থামতে বললেও নির্দেশ না মেনে গুলিবর্ষণ করা হয়। যদিও প্রত্যক্ষদর্শীরা ও নিহতদের আত্মীয়স্বজনরা দি ডন সংবাদপত্রকে জানিয়েছেন, ‘সাজানো সংঘর্ষে’ পুলিশ ‘ঠান্ডা মাথায়’ ওই চারজনকে খুন করেছে। তথাকথিত গুলিযুদ্ধের পর ওই গাড়ি থেকে কোনও অস্ত্রশস্ত্র মেলেনি বলে তাঁদের দাবি। তাঁরা এলাকার বাসিন্দাদের নিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী সর্দার উসমান বুজদারের কাছে ঘটনার ব্যাপারে রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তথ্য উদ্ঘাটনে ঘটনার স্বচ্ছ, পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্জাব পুলিশের আইজি যৌথ তদন্ত দল গঠনের ঘোষণা করেছেন। তদন্তের পরই ঠিক কী হয়েছিল, পরিষ্কার হবে বলে জানিয়েছেন ফেডেরাল তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি। বলেছেন, সন্ত্রাসবাদীরা আত্মরক্ষায় মানবঢাল ব্যবহার করেছিল বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement