এক্সপ্লোর
Advertisement
বন্দুকবাজের হামলার আতঙ্কের পর ফের খুলল অক্সফোর্ড সার্কাস স্টেশন
লন্ডন: মিশরে ভয়াবহ জঙ্গি হামলার দিনেই ফের লন্ডনে বন্দুকবাজের হামলার আতঙ্ক। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪.৩৭ মিনিটে মধ্য লন্ডনের অক্সফোর্ড সার্কাস স্টেশনে ও বাইরের রাস্তায় বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। প্রাথমিকভাবে জানা যায়, এই ঘটনায় এক মহিলা জখম হয়েছেন। স্টেশন খালি করে দেওয়া হয়। সশস্ত্র পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিনও যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অবশ্য সন্দেহভাজনদের চিহ্নিত করা যায়নি। ঠিক কী ঘটেছে, সেটাও এখনও স্পষ্ট নয়। তবে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক তল্লাশির পর কিছু না মেলায় স্টেশন ফের খুলে দেওয়া হয়েছে।
At this stage, we have received one report of a woman sustaining a minor injury when leaving Oxford Circus station. There are no other reported casualties. More updates to follow.
— BTP (@BTP) November 24, 2017
স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘জঙ্গি হামলা হিসেবেই এই ঘটনাটিকে দেখছে পুলিশ। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সঙ্গে সশস্ত্র ও নিরস্ত্র পুলিশকর্মীরা এই ঘটনার মোকাবিলা করছেন।’
At 16:37 we were called to Oxford Street Tube following reports of shots fired. Armed officers from BTP and @metpoliceuk are on scene working to establish exactly what happened.
— BTP (@BTP) November 24, 2017
অক্সফোর্ড সার্কাস স্টেশনের আশেপাশে বহু দোকানপাট রয়েছে। বহু মানুষ ব্ল্যাক ফ্রাইডে সেলে বিভিন্ন পণ্য কেনার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। বন্দুকবাজ হামলা চালাতেই দ্রুত সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে দেয় পুলিশ। ট্যুইট করে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, ‘অক্সফোর্ড সার্কাস স্টেশনের পাশাপাশি বন্ড স্ট্রিট টিউব স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা সেখানে আছেন, তাঁরা যেন বাড়ির মধ্যেই থাকেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement