এক্সপ্লোর
Advertisement
সীমান্তে রক্ত ঝরছে, বদলা নেবে সেনা, ভারতকে হুমকি পাকিস্তানি সেনাপ্রধানের
ইসলামাবাদ: পাকিস্তান আছে পাকিস্তানেই। ইমরান খানের নতুন সরকার মসনদে আসার পরও ভারতকে হুঙ্কার দেওয়া বন্ধ করছে না তারা। ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পর শান্তির বার্তা দিলেও সুর চড়িয়ে খোদ পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জানিয়ে দিলেন, সীমান্তে তাঁদের সেনাদের রক্ত ঝরছে। এর বদলা নেবেন তাঁরা।
রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দপ্তরে ৫৩-তম ডিফেন্স ডে অনুষ্ঠানে বাজওয়া একথা বলেন। ইমরান ও তিনি পাক সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। ইমরান ক্ষমতায় আসার পর এই প্রথম এভাবে ভারতকে পাক সেনা প্ররোচিত করার রাস্তা নিল।
পাক সেনারা তাদের মাতৃভূমি রক্ষায় একজোট বলেও মন্তব্য করেন পাক সেনাপ্রধান।
১৯৬৫-র ভারত-পাক যুদ্ধের উল্লেখ করে তিনি বলেন, সেই যুদ্ধের অবসরপ্রাপ্তরা আজকের পাক যুবসমাজের কাছেও গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রয়েছেন।
পাক দৈনিক ডন বাজওয়াকে উদ্ধৃত করে বলেছে, আজকের দিনেই সশস্ত্র বাহিনী গোটা দেশবাসীর পূর্ণ সমর্থনে ‘বদ প্রতিদ্বন্দ্বীকে’ পরাজিত করেছিল। প্রতিটি পাকিস্তানি হয়ে ওঠেন দেশের যোদ্ধা। দেশ রক্ষায় আমরা সকলে একজোট ছিলাম, যার যার নিজের ভূমিকা পালন করেছিলাম। আমাদের জওয়ানরা লড়াইয়ের ময়দানের আগুনে ঝাঁপ দেন, দেশের ক্ষতি হতে দেননি।
তিনি বলেন, একটা সচেতন দেশ কখনও তার শহিদদের ভোলে না, সীমান্তে রক্ত ঝরলে তার বদলা নেয়। তাঁদের দেশ গত ২ বছর ধরে খুবই কঠিন এক পর্বের মধ্যে রয়েছে, যুদ্ধ আজও চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement