এক্সপ্লোর
Advertisement
চিনা নাগরিকদের সুরক্ষায় ৪ হাজার নিরাপত্তাকর্মীর বিশেষ বাহিনী পাকিস্তানে
লাহোর: পঞ্জাব প্রদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চিনা নাগরিকদের জন্য ৪ হাজার নিরাপত্তারক্ষীদের নিয়ে বিশেষ বাহিনী গড়ছে পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান ও চিনের মধ্যে স্বাক্ষরিত ৪৬০০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পটিও আছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে আরব সাগরে সরাসরি পা রাখার সুযোগ পাবে চিন। গত বছরই এই বিরাট প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর ফলে রাস্তা, রেললাইন ও পাইপ লাইনের নেটওয়ার্কের মাধ্যমে পশ্চিম চিন জুড়ে যাবে দক্ষিণ পাকিস্তানের সঙ্গে।
ইতিমধ্যেই ৩ হাজার কিলোমিটার দীর্ঘ সিপিইসি প্রকল্পে পাকিস্তানের নানা স্থানে কর্মরত চিনা প্রযুক্তিবিদ, কর্মীদের নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে ১৭ হাজারের বেশি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। এদের নেওয়া হয়েছে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তাবাহিনী থেকে। এবার পঞ্জাব সরকার তাঁদের প্রদেশে কর্মরত চিনা নাগরিকদের জন্য বিশেষ দল গড়ছে বলে জানিয়ে সেখানকার পুলিশের আইজি মুস্তাক আহমেদ সুখেরা বলেছেন, চিনাদের সুরক্ষিত রাখা আমাদের জাতীয় কর্তব্য। যে কোনও মূল্যে সেই দায়িত্ব পালন করবে পঞ্জাব পুলিশ। ওই বাহিনীকে তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৬ মাসে শেষ হবে প্রশিক্ষণ। ১৬টি প্রকল্পে তাদের মোতায়েন করা হবে।
পাশাপাশি পঞ্জাবে আসা বিদেশিদের নিরাপত্তায় ৬০০ প্রাক্তন সমরকর্মীকে নিয়োগের প্রক্রিয়া শেষের পথে বলেও জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement