কুলভূষণ যাদব: চলতি মাসেই আইসিজে-তে ভারতের সওয়ালের জবাব পেশ করবে পাকিস্তান
![কুলভূষণ যাদব: চলতি মাসেই আইসিজে-তে ভারতের সওয়ালের জবাব পেশ করবে পাকিস্তান Pakistan to file counter-memorial on Kulbhushan Jadhav's case in ICJ on Jul 17: Report কুলভূষণ যাদব: চলতি মাসেই আইসিজে-তে ভারতের সওয়ালের জবাব পেশ করবে পাকিস্তান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/13173621/kulbhushan-yadav-580x3951.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইসলামাবাদ: কুলভূষণ যাদব ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় আদালতে ভারতের দায়ের করা আবেদনের দ্বিতীয় পাল্টা আবেদন আগামী ১৭ জুলাই দাখিল করতে চলেছে পাকিস্তান।
পাকিস্তানে চরবৃত্তি ও সন্ত্রাস চালানোর ছক কষায় অভিযুক্ত কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দেয় পাকিস্তানের সামরিক আদালত। এর বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালত (আইসিজে)-এর দ্বারস্থ হয় ভারত। বর্তমানে মামলাটি সেখানেই বিচারাধীন।
গত ২৩ জানুয়ারি, এই মামলায় আরেক দফা আবেদন জমা করার জন্য ভারত ও পাকিস্তান—উভয় দেশকেই সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। এই প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল ভারত তার আবেদন জমা দেয়।
এবার তার জবাবে পাকিস্তান আগামী ১৭ তারিখ জবাব দাখিল করার কথা ঘোষণা করেছে পাকিস্তান। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে এই মামলার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ পাক আইনজীবী খাওয়ার কুরেশি খসড়া জবাব তৈরি করেছেন।
পাক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গত সপ্তাহে পাক প্রধানমন্ত্রী নাসিরুল মুল্কের সঙ্গে এই ইস্যুতে বৈঠক করেন কুরেশি। সেখানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খান ও শীর্ষ আধিকারিকরা।
সূত্রের খবর, পাকিস্তান তার জবাব পেশ করলে, সম্ভবত আগামী বছর মার্চ বা এপ্রিল মাসে এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করবে আইসিজে। প্রসঙ্গত, গত ১৮ মে যাদবের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখতে পাকিস্তানকে নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক ন্যায় আদালত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)