এক্সপ্লোর
Advertisement
ভারতকে কালিমালিপ্ত করতে রাষ্ট্রপুঞ্জে 'পেলেটের বলি মেয়ের' নকল ছবি দেখালেন পাক রাষ্ট্রদূত!
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অত্যাচারের অভিযোগ তুলে তার সমর্থনে নকল ছবি দেখালেন রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি!
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাষ্ট্রপুঞ্জের ভাষণে পাকিস্তানকে সন্ত্রাসবাদের রপ্তানিকারী বলে কটাক্ষ করেছেন। পাল্টা রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভারতীয় সেনা কাশ্মীরীদের ওপর অত্যাচার করছে, পেলেট গান থেকে বুলেট ছুঁড়ছে বলে দাবি করেন লোধি, বুলেটে ক্ষতবিক্ষত মুখের একটি মেয়ের ছবিও দেখান। মেয়েটি ভারতীয় নিরাপত্তাবাহিনীর ছোঁড়া পেলেটের বলি বলে দাবি করেন তিনি, মন্তব্য করেন, এই হল ভারতীয় গণতন্ত্রের আসল মুখ!
কিন্তু সত্য উদ্ঘাটিত হতে দেরি হয়নি। আসল ঘটনা হল, ছবির মেয়েটি কাশ্মীর বা ভারতেরই নন, গাজার বাসিন্দা। ১৭ বছরের মেয়েটির নাম রওয়া আবু জোম। ইজরায়েলি বাহিনীর বিমান হামলায় বোমার টুকরো ছিটকে তাঁর মুখে লেগে ক্ষত তৈরি হয়।
২০১৪-র জুলাইয়ে গাজার লড়াই কভার করতে যাওয়া হেইডি লেভিন নামে এক আলোকচিত্র্রী তাঁর ছবি তোলেন। হেইডির ওয়েবসাইটের স্ক্রিনশটেই আহত রওয়ার ছবি রয়েছে।
ফলে ব্যুমেরাং হওয়া সত্ত্বেও ওই ছবিকে কাশ্মীরের মেয়ের বলে চালিয়ে দিতে চান লোধি। ভারত রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে প্ল্যানমাফিক 'মূল ইস্যু' কাশ্মীরকে পাশ কাটিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন। দক্ষিণ এশিয়ায় 'সন্ত্রাসবাদের জন্মদাত্রী' বলে ভারতকে তোপ দেগে তাঁর দেশের নানা জায়গায় সন্ত্রাসবাদে মদত দিচ্ছে বলেও দাবি করেন লোধি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement