এক্সপ্লোর
Advertisement
পানামা পেপার্স: করফাঁকির অভিযোগ খারিজ মেসির পরিবারের
বার্সেলোনা: পানামা পেপার্স-এ ফাঁস হওয়া করফাঁকির স্বর্গরাজ্যে অবৈধ কারবারকারীদের তালিকায় নাম রয়েছে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির নামও। যদিও বার্সেলোনার এই তারকার পরিবারের পক্ষ থেকে করফাঁকির অভিযোগ নস্যাত্ করে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মেসির বিরুদ্ধে যে বেআইনি কাজকর্ম.. আর্থিক তছরুপ সহ করফাঁকির অভিযোগ আনা হয়েছে তা মিথ্যে এবং অপমানজনক।
উল্লেখ্য, বিশ্বের একশোটিরও বেশি সংবাদমাধ্যমের করা যৌথ তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এটিই পানামা পেপারস। তথ্য অনুযায়ী, কর ফাঁকি দিতে স্বনামে এবং বেনামে ট্যাক্স হাভেন কিংবা করের স্বর্গরাজ্য বলে পরিচিত বিভিন্ন দেশের সংস্থায় বিনিয়োগ করেছেন বহু প্রভাবশালী ব্যক্তি। এই তালিকায় রয়েছেন মেসিও। তালিকা অনুযায়ী, এতে নাম রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ ২ ব্যক্তি, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আত্মীয়ের। এছাড়াও তালিকায় নাম রয়েছে মিশরের প্রাক্তন শাসক হোসনি মুবারক, লিবিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মুয়াম্মার গদ্দাফি। পানামার একটি আইনি পরিষেবা প্রদানকারী সংস্থার গোপন নথি ফাঁস হতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
ওই ফাঁস হওয়া তালিকায় মেসির সঙ্গে রয়েছে তাঁর বাবার নামও। দাবি করা হয়েছে, মেসি ও তাঁর বাবা পানামার একটি কোম্পানির মালিক। যদিও কর সংক্রান্ত স্পেনের তদন্তে তাঁরা ওই তথ্য গোপন করেছিলেন।
যদিও মেসির পরিবারের দাবি, পানামা-র যে কোম্পানির কথা বলা হয়েছে বাস্তবে তা ভুয়ো। ওই কোম্পানির কোনও তহবিল নেই, এমনকি তাদের কোনও কারেন্ট অ্যাকাউন্টও নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিবারের প্রাক্তন কর সংক্রান্ত পরামর্শদাতা ওই কোম্পানি তৈরি করেছিলেন। এরপর থেকে মেসির আর্থিক হিসেব সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement