এক্সপ্লোর
Advertisement
আজ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদী
ওয়াশিংটন: মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ২০০৫-এ এই কংগ্রেসই মোদীর আমেরিকা সফরের অনুমতি দেয়নি।আজ সেই কংগ্রেসের যৌথ অধিবেশনে অতিথি মোদী। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলসের ভবনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। মাঝে ১১ বছরের ব্যবধান। এর আগে ২০০৫ সালে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তবে ভারতীয় প্রধানমন্ত্রীদের মার্কিন কংগ্রেসে ভাষণের ইতিহাস সুদীর্ঘ। ১৯৪৯ সালে প্রথম মার্কিন কংগ্রেসে ভাষণ দেন তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এর ৩৬ বছর পরে ১৯৮৫-তে মার্কিন কংগ্রেসের প্রথম যৌথ অধিবেশনে ভাষণ দেন রাজীব গাঁধী। এরপর প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৪ সালে নরসিংহ রাও, ২০০০ সালে অটলবিহারী বাজপেয়ী ও ২০০৫-এ মনমোহন সিংহ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন।
মোদীকে যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেসের প্রতিনিধি সভার স্পিকার পল রায়ান।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সেনেটের কয়েকজন সদস্য আর্থিক সংস্কার, সংখ্যালঘু ও মানবাধিকার ইস্যুতে মোদী সরকারের সমালোচনা করেছিলেন। এদিন যৌথ অধিবেশনে ভাষণে মোদী তাঁদের আশঙ্কা নিরসন করার চেষ্টা করবেন বলেই মনে করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement