Global Approval Rating: ৭০ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং, বিশ্বনেতাদের তালিকায় ফের শীর্ষে ফের নরেন্দ্র মোদি
Global Leader Approval Ratings: ৬৬ শতাংশ অ্যাপ্রুভাল নিয়ে দ্বিতীয় মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ লোপেজ ওব্রাডর। এরপর রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তাঁর অ্যাপ্রুভাল রেটিং ৫৮ শতাংশ।
নয়াদিল্লি: আরও একবার বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নেতা হিসেবে নির্বাচিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মর্নিং কনসাল্টের গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭০ শতাংশ অ্যাপ্রুভাল সহ তালিকায় শীর্ষে রয়েছেন।
সারা বিশ্বজুড়ে প্রাপ্তবয়স্কদের মধ্যে অ্যাপ্রুভ্যাল রেটিং প্রকাশ করেছে এবং সমীক্ষায় সর্বাধিক অ্যাপ্রুভাল পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭০ শতাংশ অ্যাপ্রুভাল নিয়ে তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন নরেন্দ্র মোদি। মর্নিং কনসাল্ট এ ব্যাপারে ২০১৯-এ ডেটা সংগ্রহ শুরু করেছিল।
৬৬ শতাংশ অ্যাপ্রুভাল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ লোপেজ ওব্রাডর। এরপর রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তাঁর অ্যাপ্রুভাল রেটিং ৫৮ শতাংশ। চতুর্থ স্থানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তাঁর অ্যাপ্লুভাল রেটিং ৫৪ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (৪৭ শতাংশ)।
সমীক্ষায় সবচেয়ে আশ্চর্যের যে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট জো বিডেন প্রথম পাঁচের মধ্যেও নেই।
৪৪ শতাংশ রেটিং নিয়ে তিনি তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। কানাডার জাস্টিন ট্রুডু ৪৩ শতাংশ রেটিং নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের অ্যাপ্লুভাল রেটিং ৪০ শতাংশ। তিনি বিশ্বের প্রথম ১০ নেতার মধ্যে রয়েছেন।
বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাপ্রুভাল রেটিংয়ের তুলনা:
নরেন্দ্র মোদি-৭০ শতাংশ
লোপেজ ওব্রাডর- ৬৬ শতাংশ
মারিও দ্রাঘি-৫৮ শতাংশ
অ্যাঞ্জেলা মার্কেল-৫৪ শতাংশ
স্কট মরিসন-৪৭ শতাংশ
জাস্টিন ট্রুডু-৪৫ শতাংশ
জো বিডেন-৪৪ শতাংশ
ফুমিও কিশিদা-৪২ শতাংশ
মুন জে-ইন-৪১ শতাংশ
বরিস জনসন-৪০ শতাংশ
পেড্রো স্যাঞ্চেজ-৩৭ শতাংশ
ইম্যানুয়াল মাকরঁ-৩৬ শতাংশ
জেয়ার বোলসোনারো-৩৫ শতাংশ
এই তালিকার শীর্ষে নরেন্দ্র মোদি এই প্রথম শীর্ষে থাকলেন না। ২০২০-র জুনে মার্কিন ডেটা ইন্টেলিজেন্স সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষাতেও ৬৬ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং নিয়ে প্রথম স্থানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
Global Leader Approval: Among All Adults https://t.co/dQsNxodoxB
— Morning Consult (@MorningConsult) November 6, 2021
Modi: 70%
López Obrador: 66%
Draghi: 58%
Merkel: 54%
Morrison: 47%
Biden: 44%
Trudeau: 43%
Kishida: 42%
Moon: 41%
Johnson: 40%
Sánchez: 37%
Macron: 36%
Bolsonaro: 35%
*Updated 11/4/21 pic.twitter.com/zqOTc7m1xQ
মার্কিন ডেটা কোম্পানি মর্নিং কনসাল্ট ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রিটেন ও আমেরিকার সরকারের নেতাদের অ্যাপ্রুভাল রেটিংয়ে নজর রাখে।