এক্সপ্লোর
Advertisement
৩৭০ ধারা রদ: ভারত কাশ্মীর সংক্রান্ত সিদ্ধান্ত খতিয়ে দেখতে সম্মত হলে কূটনৈতিক সম্পর্ক হ্রাসের পদক্ষেপ রিভিউ করবে, জানাল পাকিস্তান
আজ কুরেশি বলেন, ওরা কি ওদের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রস্তুত? ওরা তা করলে আমরাও আমাদের সিদ্ধান্ত খতিয়ে দেখতে পারি। দুপক্ষই রিভিউ করুক। সিমলা চুক্তি সেটাই বলছে।
ইসলামাবাদ: ভারতের প্রবল প্রতিবাদের পর পাকিস্তান বলল, নয়াদিল্লি কাশ্মীর নিয়ে তাদের পদক্ষেপ পুনর্বিবেচনায় রাজি হলে তারাও ভারতের বিরুদ্ধে ঘোষিত সিদ্ধান্ত রিভিউ করতে তৈরি। পাকিস্তানি বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বৃহস্পতিবার একথা জানিয়েছেন। ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার রক্ষাকবচ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করার পাশাপাশি গোটা রাজ্য ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির সিদ্ধান্ত নেওয়ায় পাল্টা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার রাস্তায় হেঁটেছে পাকিস্তান। গতকাল ভারতের ‘একতরফা’ ও ‘বেআইনি’ পদক্ষেপের জবাবে পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে, নয়াদিল্লি থেকে নিজেদের প্রতিনিধিকেও দেশে ফিরতে বলেছে। কূটনৈতিক সম্পর্ক হ্রাসের পাশাপাশি ভারতের সঙ্গে সব ‘দ্বিপাক্ষিক চুক্তি-বোঝাপড়া’ খতিয়ে দেখার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী গঠিত বিশেষ কমিটি তা করবে বলে জানান কুরেশি।
আজ কুরেশি বলেন, ওরা কি ওদের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রস্তুত? ওরা তা করলে আমরাও আমাদের সিদ্ধান্ত খতিয়ে দেখতে পারি। দুপক্ষই রিভিউ করুক। সিমলা চুক্তি সেটাই বলছে।
কূটনৈতিক কর্মী সংখ্যা হ্রাস ও তাঁদের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ জারি হতে পারে কিনা, জানতে চাওয়া হলে তিনি ইতিবাচক উত্তর দেন। তবে কীভাবে তা করা হবে, সে ব্যাপারে কিছু বলতে চাননি কুরেশি। ভারত সিমলা চুক্তি আইনি দিক থেকে পরীক্ষা করবে বলেও জানান তিনি। ১৯৭২ সালে তত্কালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ও সেসময়কার পাক প্রেসিডেন্ট জুলফিকর আলি ভুট্টো স্বাক্ষরিত সিমলা চুক্তিকে ভারত, পাকিস্তানের প্রতিবেশীসুলভ সুসম্পর্ক গড়ার ব্লুপ্রিন্ট হিসাবে দেখা হয়।
ভারত অবশ্য পাকিস্তানের গতকালের ঘোষণার পর জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ এবং ৩৭০ ধারার ইস্যুটি একেবারেই তার অভ্যন্তরীণ ব্যাপার। কুরেশি অবশ্য ভারতের এই অবস্থান খারিজ করে প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর উল্লেখ করে বলেন, ‘নেহরু ১৪ বার বলেছিলেন, কাশ্মীরের ভবিষ্যত্ ঠিক হবে কাশ্মীরের মানুষের সদিচ্ছা, সন্তোষ মেনে।
পাকিস্তান কাশ্মীর ইস্যু রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে তুলবে বলেও জানান কুরেশি। এও জানান, তিনি উপমহাদেশের এই অংশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আলোচনা করতে চিন যাবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement