করোনা আতঙ্কে বাতিল লন্ডন বইমেলা, ৭ মাস পিছিয়ে গেল জেমস বন্ডের ছবির রিলিজ
নোভেল করোনা নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে প্রচার সানিয়া মির্জার।
কলকাতা: নোভেল করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। প্রতিটি দেশকেই সতর্ক থাকতে পরামর্শ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসের সঙ্গে লড়ার জন্য উন্নয়নশীল দেশগুলিকে ১২০০ কোটি ডলার ত্রাণ দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ব ব্যাঙ্ক। ভারতে স্কুল পড়ুয়াদের মধ্যে সংক্রমণ রুখতে অ্যাডভাইসরি জারি করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। নোভেল-করোনা নিয়ে জনসচেতনতা গড়ে তুলতে কী করণীয় তা নিয়ে প্রচার শুরু করেছেন টেনিস তারকা সানিয়া মির্জা।
আরও পড়ুন : করোনা আক্রান্তদের চিকিত্সায় নিযুক্ত চিনের নার্সের চমকপ্রদ আবদার! সাড়া ফেলল সোশ্যাল মিডিয়ায়
পাশাপাশি, নোভেল করোনা-আতঙ্কে বাতিল করা হয়েছে লন্ডন বইমেলা। ৭ মাস পিছিয়ে দেওয়া হয়েছে জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’-এর মুক্তি। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় কর্মীদের বাড়ি থেকে কাজ চালাতে নির্দেশ দিয়েছে মার্কিন তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট কর্পোরেশন।
MGM, Universal and Bond producers, Michael G. Wilson and Barbara Broccoli, announced today that after careful consideration and thorough evaluation of the global theatrical marketplace, the release of NO TIME TO DIE will be postponed until November 2020. pic.twitter.com/a9h1RP5OKd
— James Bond (@007) March 4, 2020
আরও পড়ুন : করোনা হতে পারে সন্দেহে স্ত্রীকে বাথরুমে বন্ধ করলেন স্বামী!
বিশ্বজুড়ে ভয়াবহ আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। শুধমাত্র চিনেই মৃত্যু হয়েছে ৩ হাজার ১২ জনের। গোটা বিশ্বে ৯০ হাজারের বেশি লোক নোভেল করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার ২৮৫ জনের। ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ায় হু হু করে বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। ইরানে চিনা ভাইরাসের আক্রমণে ৯২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩ হাজারের কাছাকাছি। ইতালিতে নোভেল করোনায় মৃতের সংখ্যা ১০৭। স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দক্ষিণ কোরিয়ায় চিনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৫ জনের। নোভেল করোনার আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রে ১১ জনের মৃত্যু হয়েছে।অস্ট্রেলিয়ায় করোনা আক্রমণে ২ জনের মৃত্যু হওয়ায়, সে দেশে জারি হয়েছে ট্রাভেল অ্যাডভাইসরি।