New UK PM: প্রাইম মিনিস্টার ঋষি সুনক, ব্রিটেনের রাশ ভারতীয় বংশোদ্ভুতের হাতে
Rishi Sunak: টালমাটাল অ্রর্থনৈতিক পরিস্থিতিতে লিজ ট্রাসের পদত্যাগের পর এবার তাঁর উপরই ভরসা ব্রিটেনের
নয়াদিল্লি: হেরে গিয়েও ফিরে আসা। উদাহরণ তৈরি করলেন ঋষি সুনক। এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক। ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের পরে সেই পদে ঋষিই বসবেন, এমন জল্পনাই ছিল তুঙ্গে। পাটিগণিতের হিলেব অনুযায়ী তার পিছনে যুক্তিই ছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। এবার ব্রিটেনের রাশ এল ঋসি সুনকের হাতে।
ব্রিটেনেরই প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক। ব্রিটেনের টালমাটাল অ্রর্থনৈতিক পরিস্থিতিতে লিজ ট্রাসের পদত্যাগের পর এবার তাঁর উপরই ভরসা রাখলেন ব্রিটেনের কনজারভেটিভ পার্টিং সাংসদরা। ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনক। ২৮ অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি সুনকের শপথ
Britain's Conservative Party leader #RishiSunak becomes the Prime Minister of the United Kingdom. pic.twitter.com/nC39dzX7gd
— ANI (@ANI) October 24, 2022
কত ভোটে জয়?
ভোটাভুটির পরে দেখা যায়, ঋষি সুনক পেয়েছেন ১৯৩টি, উল্টোদিকে পেনি মর্ডান্ট পেয়েছেন ২৬ টি ভোট।
বরিস জনসন ফ্যাক্টর:
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ছুটি কাটাচ্ছিলেন, ছুটি কাটিয়ে তিনি ফিরে আসেন। শোনা যায় তিনি যোগ দেবেন প্রধানমন্ত্রীর এই দৌড়ে। সূত্রের খবর, পরে একটি বৈঠক হয়, তারপরে তিনি দৌড় থেকে সরে দাঁড়ান। সূত্রের খবর, পরে বলা হয় বরিসের পক্ষের এমপি-রা যেন ঋষি সুনককে ভোট দেন। তারপরেই এই বিপুল জয়।
ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব?
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওখানে এমন যাঁরা রয়েছেন তাঁরা দেখতে ভারতীয়। হাবেভাবে একেবারে ইংরেজ। উনি এসেছেন বলেই ভারতের আলাদা করে কোনও লাভ হবে বলে আমি মনে করি না। তবে উনি এসছেন। এখন ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। উনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলেই আমার ধারণা। তবে আমরা গর্বিত যে ভারতীয় একজন ব্রিটিশদের এখন শাসন করবেন।'
লিজ ট্রাসের পদত্যাগের ৪ দিনের মাথায় তাঁর ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রীর আসনে ঋষি সুনকের নাম ঘোষিত হল। বিনিয়োগ ব্যবসায়ী থেকে এসেছিলেন রাজনীতিতে। বরিস জনসন, প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর ব্রিটেনের সদ্য পদত্যাগী অর্থমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের হাতেই রানির দেশের দায়িত্ব যেতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। নিজেকে কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা হিসাবে প্রচারও শুরু করে দিয়েছিলেন ঋষি। প্রচার কর্মসূচির নাম দিয়েছিলেন ‘রেডি ফর ঋষি’। তার জন্য একটি ভিডিও তৈরি করেন কনজারভেটিভ পার্টির এই নেতা। দেশের জন্য কী করতে চান? ভিডিওতে তুলে ধরেন সেই কথা। সেখানে ছিল তাঁর ভারতীয় ঠাকুমার ইংল্যান্ডে এসে লড়াইয়ের কথা। বাবা-মায়ের কথা। বরিস জনসনের ইস্তফার পর পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শামিল হয়েও, চূড়ান্ত পর্যায়ে লিজ ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন ঋষি সুনক। সেই পরাজয়ের কয়েক মাসের মধ্যে, এবার জয়ের মুকুট উঠল সুনকের মাথায়।
আরও পড়ুন: হঠাৎ ঝাঁপাল চিতাবাঘ, মুম্বইয়ের আরে-তে প্রাণ গেল দেড় বছরের খুদের