এক্সপ্লোর

Russia Ukraine Crisis: কত সেনা, কেমনই বা যুদ্ধ সরঞ্জাম; সামরিক শক্তির তুলনায় কে কোথায়

Russia Ukraine Crisis: নিজের ক্ষমতায় ইউক্রেন আদৌ রাশিয়ার সামনে টিকে থাকা নিয়ে সংশয় রয়েছে। লোকবল এবং প্রতিরক্ষা ক্ষমতা, দুইয়ের নিরিখেই ইউক্রেনের থেকে ঢের এগিয়ে রয়েছে রাশিয়া।

নয়াদিল্লি: আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছিল মাস দুয়েক আগে থেকেই। তা বাস্তব হয়ে ধরা দিল বৃহস্পতিবার সকালে। সীমান্ত টপকে ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Purin)। তাতে দুই দেশের মধ্যে যেমন যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে, যুদ্ধের সুদূরপ্রসারী ছায়া নেমে এসেছে গোটা বিশ্বের উপর (Russia Ukraine Crisis)।

আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশ এবং নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (The North Atlantic Treaty Organisation/NATO) ইতিমধ্যেই রাশিয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে সেনা নামানোর প্রক্রিয়াও চলছে। কিন্তু নিজের ক্ষমতায় ইউক্রেন আদৌ রাশিয়ার সামনে টিকে থাকা নিয়ে সংশয় রয়েছে। কারণ লোকবল এবং প্রতিরক্ষা ক্ষমতা, দুইয়ের নিরিখেই ইউক্রেনের থেকে ঢের এগিয়ে রয়েছে রাশিয়া (Russia Ukraine War News)।

পদাতিক বাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা, তিন ক্ষেত্রেই রাশিয়ার সৈন্য সংখ্যা বেশি। এই তিন ক্ষেত্রে রাশিয়ার সম্মিলিত সৈন্য সংখ্যা ৯ লক্ষের বেশি। তুলনায় ইউক্রেনের হাতে সৈন্য সংখ্যা মাত্র ১ লক্ষ ৯৬ হাজার। দুই দেশের প্রতিরক্ষা বাজেটেই আকাশ-পাতাল তফাত রয়েছে। ২০২০ সালে প্রতিরক্ষা খাতে রাশিয়ার বরাদ্দ ছিল ৬ হাজার ১ ৭০ কোটি ডলার। সেখানে ইউক্রেনের প্রতিরক্ষা বাজেট ছিল মাত্র ৬০০ কোটি ডলার।

নৌবাহিনীতে ইউক্রেনের চেয়ে ১০ গুণ বেশি সৈনিক রয়েছে রাশিয়ার। রুশ নৌসেনার সংখ্যা ১ লক্ষ ৫০ হাজারের বেশি। ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ১৫ হাজার। রাশিয়ার কাছে যুদ্ধ জাহাজ রয়েছে ৭৪টি, ডুবোজাহাজ রয়েছে ৫১টি। সেই তুলনায় ইউক্রেনের হাতে মাত্র দু’টি যুদ্ধজাহাজ রয়েছে।

আরও পড়ুন: Russia Ukraine Crisis: 'কড়া মূল্য চোকাতে হবে', রাশিয়াকে হুঁশিয়ারি ন্যাটোর, 'ইউক্রেনকে বোড়ে করা যাবে না', বললেন পুতিন

পদাতিক বাহিনীতে তবুও কিছুটা সুবিধাজনক জায়গায় রয়ছে ইউক্রেন। রাশিয়ার সেনা সংখ্যা যেখানে ২ লক্ষ ৮০ হাজার, ইউক্রেনের পদাতিক বাহিনীতে সেনা রয়েছে ১ লক্ষ ২৫ হাজার। ইউক্রেনের কাছে ৯ লক্ষ অতিরিক্ত সংরক্ষিত বাহিনী রয়েছে। গত পাঁচ বছরে তাঁদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু রাশিয়ার হাতে থাকা প্রশিক্ষিত বাহিনীর সংখ্যা ২০ লক্ষ।

ইউক্রেনের তুলনায় রাশিয়ার হাতে ঢের বেশি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, প্রযুক্তি এবং যুদ্ধ সরঞ্জাম রয়েছে। রাশিয়ার হাতে ট্যাঙ্ক রয়েছে ১৩ হাজার ৩৬৭টি। ইউক্রেনের ট্যাঙ্কের সংখ্যা ২ হাজার ১১৯। রাশিয়ার কামানের সংখ্যা ৫ হাজার ৯৩৪। ইউক্রেনের হাতে কামান রয়েছে ১ হাজার ৯৬২টি। রাশিয়ার হাতে থাকা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সাঁজোয়া গাড়ির সংখ্যা ১৯ হাজার ৭৮৩। ইউক্রেনেরে সাঁজোয়া গাড়ি রয়েছে ২ হাজার ৮৭০টি।

আকাশপথে যুদ্ধে আবার রাশিয়ার সঙ্গে পেরে ওঠা একেবারেই দুষ্কর ইউক্রেনের। সৈন্য সংখ্যা, যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সব দিক থেকেই রাশিয়ার ক্ষমতা ইউক্রেনের চেয়ে ১০ গুণ বেশি। ইউক্রেনের হাতে মাটি থেকে আকাশে যুদ্ধবিমানে আঘাত হানতে সক্ষম প্রযুক্তি রয়েছে ৪০০-র বেশি। কিন্তু তার চেয়ে ১০ গুণ বেশি এবং উন্নত মানের ওই প্রযুক্তি রয়েছে রাশিয়ার হাতে। রুশ বায়ুসেনায় সৈন্য সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার। ইউক্রেনীয় বায়ুসেনায় ৩৫ হাজার সেনা রয়েছে। রাশিয়ার হাতে যুদ্ধ বিমান রয়েছে ১ হাজার ৩২৮টি। ইউক্রেনের হাতে  ১৪৬টি যুদ্ধবিমান রয়েছে। শত্রুপক্ষের উপর আঘাত হানতে সক্ষম ৪৭৮টির বেশই হেলিকপ্টার রয়েছে রাশিয়ার। ইউক্রেনের হেলিকপ্টারের সংখ্যা ৪২টি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া দূরপাল্লারপ ক্ষেপণাস্ত্র প্রয়োগ করতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। বৃহস্পতিবার দিনভর তার প্রমাণও মিলেছে। ইউক্রেনের একাধিক শহরে আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র। তবে তার মোকাবিলায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে আমেরিকা, ব্রিটেন এবং ন্যাটো। ফ্রান্সও ইতিমধ্যেই রাশিয়াকে নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তরফেও রাশিয়ার সমালোচনা শুরু হয়েছে। তকাই অস্ত্রশস্ত্র এবং লৌকবলে রাশিয়া এগিয়ে থাকলেও, সীমান্ত দেশগুলিতে বিগত কয়েক বছরে যে ভাবে সেনা বাড়িয়েছে আমেরিকা এবং ন্যাটো, তাতে সকলে যুদ্ধে যোগ দিলে রাশিয়ার একার পক্ষে তার মোকাবিলা করা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয়ী অনেকেই।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Government: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Advertisement
ABP Premium

ভিডিও

Mukul Roy: অস্ত্রোপচার সফল, এখনও ভেন্টিলেশনে মুকুল রায়। ABP Ananda LiveDoctor Murder: চিকিৎসক অনির্বাণ দত্তকে ষড়যন্ত্র করে খুন, প্রমাণ লোপাটের অভিযোগে তদন্ত শুরুAriadah incident: ডানলপের কাছে ISI চত্বর থেকে পাকড়াও জয়ন্ত সিংহ। ABP Ananda LIVESubodh Singh Update: সুবোধের পর বেউড় জেল থেকে আনা হল শাগরেদ রওশনকে। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Government: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার
Team India Victory Parade Live: টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
টিম ইন্ডিয়ার বাস প্যারেড শুরুর সময় পিছিয়ে গেল?
West Bengal Assembly: আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
আমাদের দুর্বল ভাবা ভুল', রাজ্যপালকে নিশানা বিমানের, শপথ জটিলতার মধ্যে কাল বিশেষ অধিবেশন
Bihar Bridge Collapse: ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
ধসে নেমে গেল মাঝের অংশ, নদীতে বসে গেল থাম, বিহারে ফের ভাঙল সেতু, ১৭ দিনে ১২টি
Brain Eating Amoeba: মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ, পুকুরে স্নান করে চরম পরিণতি কিশোরের
Weather Today: নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
নিম্নচাপের মেঘ ঘনাচ্ছে রাজ্যে? জারি হলুদ সতর্কতা, আজ বৃষ্টি দুর্যোগ কোন কোন জেলায়?
Mukul Roy Injured: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট! কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়
Narendra Modi: সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
সংসদে মোদির মুখে চোপড়া-কাণ্ড! নাম না করে নিশানায় তৃণমূল?
Embed widget