Russia Ukraine War : "মানবতার খাতিরে যুদ্ধ থামান", পুতিনের কাছে আবেদন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের
Russia Ukraine War : ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছে রাশিয়া। ইতিমধ্যেই পূর্ব ইউরোপের ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনা
রাষ্ট্রপুঞ্জ : যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার কাছে শেষ মুহূর্তের আবেদন। আবেদন জানান রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও আন্তোনিয়ো গুতেরেস। পূর্ব ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট সামরিক অভিযান শুরুর হুঙ্কার দেওয়ার পরই "মানবতার খাতিরে" তা বন্ধের আবেদন জানান রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল।
এই ইস্যুতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক হয়। তার পরেই রাষ্ট্রসংঘের তরফে অ্যান্তোনিও আন্তোনিয়ো গুতেরেস বলেন, "প্রেসিডেন্ট পুতিন, মানবতার খাতিরে রাশিয়ায় আপনার বাহিনী ফিরিয়ে আনুন। ইউক্রেনে যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও যা হবে সুদূরপ্রসারী।"
ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছে রাশিয়া। ইতিমধ্যেই পূর্ব ইউরোপের ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনা। এরপরই রাজধানী কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ। ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন নিয়ে কোনও বিদেশি শক্তি নাক গলালে তার ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
যুদ্ধের প্রস্তুতি হিসেবে আগেই ইউক্রেন সীমান্তে এয়ারস্পেস বন্ধ করেছে রাশিয়া। ইউক্রেনও তাদের ৩টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। গোটা দেশে জারি হয়েছে জরুরি অবস্থা। ইতিমধ্যেই ইউক্রেনের দূতাবাস খালি করেছে মস্কো। ইউক্রেনের তরফেও তাদের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আজ ভার্চুয়াল বৈঠকে বসছে G-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।