![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vladimir Putin: পুতিনকে হত্যার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট
Assassination Attempt: তবে পুতিনকে খুনের চেষ্টা এই প্রথম নয়। ২০১৭ সালে নিজেই এ নিয়ে মুখ খোলেন তিনি।
![Vladimir Putin: পুতিনকে হত্যার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট Russian President Vladimir Putin survives assassination attempt, know details Vladimir Putin: পুতিনকে হত্যার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/07/ded6f4e1b6e2ff3f0c69768853c07846_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মস্কো: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ক্রমশ মুঠোর বাইরে বেরিয়ে যাচ্ছে বলে নিত্যদিন খবর আসছে। তাঁর শারীরিক অসুস্থতা নিয়েও উঠে আসছে নানা তত্ত্ব। সেই আবহেই এ বার গুপ্তঘাতকের হামলা এড়ালেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইউরো উইকলি সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি পুতিনকে হত্যার চেষ্টা করা হয়। অল্পের জন্য তা থেকে রক্ষা পেয়েছেন পুতিন (Assassination Attempt)। এই ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে বলে খবর।
ফের হত্যার চেষ্টা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে!
রাশিয়ার সংবাদমাধ্যম এ ব্যাপারে নীরব। ঠিক কবে পুতিনকে হত্যার চেষ্টা হয়, তা-ও স্পষ্ট নয়। তবে গোপন সূত্রে জানা গিয়েছে, পুতিনের প্রাণনাশের আশঙ্কা বেশ কিছুদিন ধরেই ছিল। সেই মতো কড়া নিরাপত্তায় এদিক ওদিক আনাগোনা করছেন পুতিন। সম্প্রচি তাঁর গাড়ির সামনের, বাঁ দিকের চাকা থেকে তীব্র শব্দ শোনা যায়। তাতে গাড়ি থমকে যায়। কিন্তু কনভয়ে থকা প্রথম গাড়িটি অনেক দূরে আটকে যায়। তার সামনে একটি অ্যাম্বুল্যান্স এসে পড়ে। আবার দ্বিতীয় গাড়িটিও পুতিনের কাছে এসে পৌঁছতে পারেনি।
ঠিক কী ঘটেছিল, সেই সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশ করেনি মস্কো। তবে ওই ঘটনার পরই পুতিনের দেহরক্ষী প্রধানকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হয়েছেন পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মী। বেশ কয়েক জনকে হেফাজতে রাখা হয়েছে। পুতিনের কর্মসূচি এখন গোপন রাখা হচ্ছে। হাতেগোনা কয়েক জন ছাড়া তাঁর দৈনিক কর্মসূচি প্রকাশ করা হচ্ছে না কারও কাছেই।
আরও পড়ুন: Uttar Pradesh: ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন দুই দলিত কন্যাকে, লখিমপুরের ঘটনায় ময়নাতদন্তের সিলমোহর
তবে পুতিনকে খুনের চেষ্টা এই প্রথম নয়। ২০১৭ সালে নিজেই এ নিয়ে মুখ খোলেন তিনি। জানান, কমপক্ষে পাঁচ বার হত্যার চেষ্টা এড়িয়েছেন তিনি। অল্পের জন্য প্রাণ করে ফিরেছেন।
শীঘ্রই ভারত-চিনের সঙ্গে পৃথক বৈঠক হতে পারে পুতিনের
এই মুহূর্তে শাংহাই কোঅপারেশন অর্গানাইজেসন মেম্বার স্টেটস সম্মেলন নিয়ে ব্যস্ত পুতিন। উজবেকিস্তানের সমরখন্দে এই সম্মেলনের আয়োজন হয়েছে। সেখানে চিনের প্রেসিডেন্ট শি চিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি বৈঠক রয়েছে তাঁর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিলেও, চিন এবং ভারত আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)