এক্সপ্লোর
বাস কন্ডাক্টরের ছেলে থেকে লন্ডনের মেয়র

লন্ডন: লন্ডনের ভার নিলেন এক পাকিস্তানি বাস কন্ডাক্টরের ছেলে। রেকর্ড ভোটে জিতে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান নামে লেবার পার্টির ওই প্রার্থী। ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে তিনি হারিয়েছেন রক্ষণশীল দলের প্রার্থী জাক গোল্ডস্মিথকে। ব্রিটিশ রাজনীতিতে এই প্রথম কোনও প্রার্থী এত ভোট পেলেন। তাঁর হাত ধরেই ৮ বছর পরে লেবার পার্টির শাসন ফিরল লন্ডনে। সাদিককে হারাতে গোল্ডস্মিথ বাহিনী অভিযোগ করে, তিনি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যুক্ত। সেই প্রসঙ্গ তুলে সিটি হলে তাঁর জয়সূচক ভাষণে সাদিক মন্তব্য করেন, এই নির্বাচন ঘিরে যথেষ্ট বিতর্ক ছিল কিন্তু তিনি গর্বিত, যে মানুষ ভয়ের বদলে আশা ও বিভেদের বদলে একতাকে বেছে নিয়েছেন। লন্ডনকে বিশ্বের সেরা শহর বলে দাবি করে তাঁর আশ্বাস, সকল লন্ডনবাসীর মেয়র হয়ে উঠবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















