Nobel Prize 2021 for Literature : 'লেখনিতে বিশ্বাসযোগ্যতা তৈরি করাটাই স্বপ্ন' সাহিত্যে নোবেলজয়ী আবদুল রাজাক গুরনাহের
ঔপনিবেশিক শাসনের কুপ্রভাব নিয়ে অনমনীয় মনোভাব দেখিয়ে বারবার গর্জে উঠেছে আবদুলের কলম
স্টকহোম : ২০২১ সালের নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন তানজানিয়ার প্রখ্যাত লেখক আবদুল রাজাক গুরনাহ। ঔপনিবেশিক শাসনের কুপ্রভাব নিয়ে অনমনীয় মনোভাব যেভাবে আবদুলের লেখায় ক্রমাগত ফুটে উঠেছে তার স্বীকৃতি হিসেবেই তাঁকে নোবেল সাহিত্য সম্মানে ভূষিত করা হল বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি। ৭৩ বছরের আফ্রিকান লেখকের প্রায় খান দশেক উপন্যাস রয়েছে। যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্যারাডাইস অ্যান্ড ডিসার্টন।
নোবেল সাহিত্য সম্মানে ভূষিত হওয়া প্রসঙ্গে আবদুল বলেছেন, 'খবরটা শোনার পর বেশ কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিলাম। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। পাশাপাশি আমার লেখনিতে যেভাবে বরাবর বিশ্বাসযোগ্যতা ফুটিয়ে তোলার চেষ্টা করে গিয়েছি, সেই স্বপ্নটাই বজায় রেখে চলব।' পরে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে আবদুল তাঁর এই পুরস্কার উৎসর্গ করেছেন আফ্রিকা ও আফ্রিকানদের উদ্দেশে। পাশাপাশি বিশ্বব্যাপী তাঁর সমস্ত পাঠক ও শুভানুধ্যায়ীকেও নোবেল উৎসর্গ করার পাশাপাশি ধন্যবাদও জানিয়েছেন তিনি।
১৯৯৪ সালে প্যারাডাইস উপন্যাস লিখে বুকার পুরস্কার পেয়ে প্রথমবার গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন আবদুল। আফ্রিকার দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের উপনিবেশ করে রাখার জেরে এখনও কীভাবে আফ্রিকানদের মাসুল দিতে হচ্ছে, সেই ক্ষোভ বারবার ফুটে বেরিয়েছে আবদুলের লেখায়। বরাবর আবদুলের কলম তুলে ধরেছে সাধারণের কথা। তাদের দুঃখ, কষ্ট, ছোট ছোট সমস্ত আনন্দ ও দিনবদলের স্বপ্ন।
প্রসঙ্গত, ১৯০১ সাল থেকে সুইডিশ অ্যাকাডেমির সাহিত্য, বিজ্ঞান, শান্তিতে বিশ্বব্যাপী প্রভাব রাখা কাজগুলিকে নোবেল সম্মানে ভূষিত করে আসছে। পরে যে তালিকায় সংযোজিত হয় অর্থনীতিও। চলতি বছরে, ফিজিক্সে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন সুকুরো মানাবে, ক্লস হ্যাসেলমান ও জর্জিও পারিসি। পাশাপাশি মেডিসিনে যৌথভাবে পুরস্কৃত ডেভিস জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ান।
আরও পড়ুন- মেডিসিনে যৌথভাবে নোবেল ডেভিস জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ানকে