Salman Rushdie: সলমন রুশদির উপর হামলা হতেই 'বড় আশঙ্কা' জানিয়ে টুইট তসলিমার
Taslima Nasreen on Salman Rushdie: সলমন রুশদির আক্রান্ত-র খবরে টুইট তসলিমা নাসরিনের।তিনি একটি 'বড় আশঙ্কার' কথা জানিয়েছেন।
নিউইয়র্কঃ সলমন রুশদির (Salman Rushdie) আক্রান্ত-র খবরে দুঃখপ্রকাশ করে টুইট তসলিমা নাসরিনের (Taslima Nasreen)। তসলিমা নাসরিন টুইট করে জানিয়েছেন, 'সলমন রুশদির আক্রান্ত-র খবরে তিনি খুবই 'শকড।' তার কথায়, আমি কখনই ভাবিনি এমনটা হবে।' এরপরেই তিনি একটি বড় আশঙ্কার কথা জানিয়েছেন।
I just learned that Salman Rushdie was attacked in New York. I am really shocked. I never thought it would happen. He has been living in the West, and he has been protected since 1989. If he is attacked, anyone who is critical of Islam can be attacked. I am worried.
— taslima nasreen (@taslimanasreen) August 12, 2022
'এমন হামলা হবে, কখনই ভাবিনি' বলে টুইটে তসলিমা নাসরিন আরও বলেন, 'সলমন রুশদি পশ্চিমি এলাকায় বসবাস করেন এবং ১৯৮৯ থেকে তিনি সুরক্ষিত। যদি তাঁর উপর হামলা হয়, তাহলে তো ইসলামের সঙ্গে যার সম্পর্ক একটু জটিল, তার উপরও হামলা হতে পারে। আমি চিন্তায় রয়েছি।'উল্লেখ্য, নিউইয়র্কে লেখক সলমন রুশদির ওপর হামলা। মঞ্চে ভাষণ দেওয়ার সময়ে আক্রান্ত হন সলমন রুশদি। স্টেজের ওপরেই ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় প্রখ্যাত লেখককে। দ্রুত এয়ারলিফট করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, রুশদি বেঁচে আছেন, যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে তাঁকে। হামলাকারীকে আটক করা হয়েছে। সলমন রুশদির বিতর্কিত বই দ্য স্যাটানিক ভার্সেসের জন্য বারবার হুমকির মুখে পড়েন তিনি। ১৯৮৮ সালে ইরানে দ্য স্যাটানিক ভার্সেস বইকে নিষিদ্ধ করা হয়।
আরও পড়ুন, আজ সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায়
সাল ১৯৮১, সলমন রুশদির মিডনাইটস চিলড্রেন ম্যান বুকার পুরষ্কার অর্জন করেছিল। পাশাপাশি দ্য স্যানানিক ভার্সেস-ও বড়সড় আলোড়ন তুলেছিল। তবে সলমন রুশদি এবং তসলিমা নাশরিনের দুজনের লেখা সর্বকালে আলোড়ন তুলেছে। বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে তসলিমা নাসরিনের একের পর এক লেখায়। তা সে দ্বিখন্ডিত হোক, কিংবা লজ্জা একাধিক লেখার পাশাপাশি কবিতাতেও ধার দেখতে পাওয়া যায়। তার লেখা জীবনধারা থেকে উঠে এসেছে। তবে একাধিক ইস্যুতে চোখ রাঙানির পরও কখন নিজের কথা বলতে পিছপা হননি লেখিকা। সলমন রুশদির উপর হামলার পর তিনি মুখ খুললেন এবং সম্ভাব্য হামলার কথাও জানালেন টুইটে।