অণু পরীক্ষার বিশেষ প্রক্রিয়া আবিষ্কারের জন্য রসায়নে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
স্টকহোম: ক্রায়ো-ইলেক্ট্রন মাইক্রোস্কোপি— জিকা ভাইরাস ও অ্যালঝাইমারের একটি বিশেষ উৎসেচকের (এনজাইম) ওপর আলোকপাত করতে এই বৈপ্লবিক মাধ্যম আবিষ্কারের জন্য ২০১৭ সালের রসায়নে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী—জ্যাক দুবোচে, জোয়াকিম ফ্রাঙ্ক ও রিচার্ড হেন্ডারসন।
এদিন নোবেল রসায়ন কমিটি জানিয়েছে, ‘হিমশীতল মাধ্যম’-এর জন্য এই পুরস্কার পেলেন এই ত্রয়ী। বলা হয়েছে, ক্রায়ো-ইলেক্ট্রন মাইক্রোস্কোপিতে ইলেক্ট্রন বিমকে ব্যবহার করে কোষের ক্ষুদ্রাণুক্ষুদ্র কাঠামো পরীক্ষা করা সম্ভব। একইসঙ্গে, ক্রায়ো-পদ্ধতির মাধ্যমে কোষকে ফ্রিজ করে তাকে পরীক্ষা করা সম্ভব করে দেখিয়েছেন এই তিন বিজ্ঞানী।
নোবেল কমিটির মতে, এতদিন ডাই করিয়ে কোষের বিভিন্ন কার্যপ্রক্রিয়া পরীক্ষা করা হতো। কিন্তু, এখন অত্যন্ত সহজেই তা স্বাভাবিক ভাবেই সম্ভব হবে। এই প্রক্রিয়া জীবের রসায়ন বুঝতে ও বিভিন্ন ওষুধ তৈরি করতে সাহায্য করবে বলে জানিয়েছে নোবেল কমিটি।