এক্সপ্লোর
Advertisement
ভূমিকম্পের পর মিনি সুনামি তুরস্কে, ভয়াবহ ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে গোটা অঞ্চল ভেসে যাওয়া ও একের পর এক বাড়ি ভেঙে পড়ার ভয়াবহ এক ভিডিয়ো সামনে এসেছে।
ইজমির : ভূমিকম্পের ভয়াল ধাক্কা কাটিয়ে ওঠার আগেই সুনামির প্রকোপ। প্রকৃতির জোড়া আঘাতে কার্যত ধ্বংসস্তূপ তুরস্কের ইজমির শহর।
শুক্রবার রিফটার স্কেলে ৭ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও গ্রিস। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এগান সমুদ্রতটে অবস্থিত ইজমির শহর। তুরস্কের তৃতীয় বৃহত্তম এই শহরে ভূমিকম্পের পর আবার হানা দিয়েছে মিনি সুনামি।
সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে গোটা অঞ্চল ভেসে যাওয়া ও একের পর এক বাড়ি ভেঙে পড়ার ভয়াবহ এক ভিডিয়ো সামনে এসেছে। তুরস্কের সাংবাদিক রাগিপ সোয়লু সেই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ভূমিকম্পের পর সুনামিতে বিধ্বস্ত তুরস্কের ইজমির শহর। এই প্রবল জলোচ্ছ্বাস সত্যিই ভয়াবহ।
তুরস্কের বিপর্যয় মোকাবিলা দফতর গোটা এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাতশোর বেশি। গ্রিসের সামোস দ্বীপেও জলোচ্ছ্বাসের সময় পাঁচিল ভেঙে মারা গিয়েছেন দুই তরুণ-তরুণী।
তুরস্কের নগরোন্নয়ন মন্ত্রী মুরাত কুরুম বলেছেন, গোটা এলাকায় তাঁবু খাঁটিয়ে একাধিক অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ এলাকা থেকে ২০০ জনের বেশি লোকজনকে উদ্ধার করে যেখানে রাখা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement