এক্সপ্লোর
Advertisement
‘ইসলাম-বিদ্বেষ’: 'এই জন্তুটার মুখ বেঁকিয়ে দিন সর্বশক্তিমান!' ম্য়াক্রঁর বিরুদ্ধে রোষে ফেটে পড়লেন এই রুশ ক্রীড়াবিদ
মতপ্রকাশের অধিকারের যুক্তিতে পয়গম্বর হজরত মহম্মদের কার্টুন প্রকাশ সমর্থন করায় নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্য়াক্রঁকে তীব্র আক্রমণ করলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় মুসলিম অ্যাথলেট ও সম্প্রতি অবসর নেওয়া মিক্সড মার্শাল আর্টস চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভ।
নয়াদিল্লি: মতপ্রকাশের অধিকারের যুক্তিতে পয়গম্বর হজরত মহম্মদের কার্টুন প্রকাশ সমর্থন করায় নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্য়াক্রঁকে তীব্র আক্রমণ করলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় মুসলিম অ্যাথলেট ও সম্প্রতি অবসর নেওয়া মিক্সড মার্শাল আর্টস চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভ। ম্যাক্রঁর বিরুদ্ধে ইসলাম-বিরোধী মন্তব্য়ের অভিযোগ এনে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বুটের ছাপ মারা ম্যাক্রঁর একটি ছবি পোস্ট করে এই রুশ তারকা লিখেছেন, পয়গম্বর এই জন্তুটা, ওর সব সাঙ্গপাঙ্গের মুখটা বিকৃত করে বেঁকিয়ে দিক, যে বাক স্বাধীনতার অধিকারের নামে দেড়শো কোটি মুসলমানের অনুভূতিকে আঘাত করছে। পয়গম্বর এ জীবনে, পরজন্মে ওদের মুখ পুড়িয়ে দিক। আল্লাহ দ্রুত হিসাব কষে ফেলেন, আপনারা সেটা দেখে নেবেন।
খাবিবের পোস্টটি হু হু করে ভাইরাল হয়েছে, দেখতে দেখতে ৩০ লাখের বেশি লাইকও পেয়েছে।
খাবিব আরও বলেছেন, আমরা মুসলমান। আমরা নিজের মা, বাবা, বাচ্চা, স্ত্রী, হৃদয়ের কাছাকাছি থাকা আরও লোকজনের চেয়েও বেশি ভালবাসি আমাদের পয়গম্বর মহম্মদকে (আল্লার আশীর্বাদ ঝরে পড়ুক ওর ওপর)। আমায় বিশ্বাস করুন, এইসব প্ররোচনা ওদের কাছে অভিশার হয়ে উঠবে। সবসময় শেষে জয় হয় ঈশ্বরবিশ্বাসীরই।
ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে মুসলিম দুনিয়ার রোষ আছড়ে পড়ছে নানা দেশে। শুক্রবার মস্কোয় ফরাসি দূতাবাসের বাইরে জড়ো হওয়া প্রতিবাদীরা তাঁর ছবিতে আগুন ধরায়। নুরমাগোমেদভ পবিত্র কোরান উদ্ধৃত করে বলেছেন, যারা আল্লাহ, তার দূতকে আঘাত করে, এ জীবনে, তারপরও আল্লাহর অভিশাপ তাদের গায়ে লাগে। ওদের জন্য যন্ত্রণা, কষ্টের ব্যবস্থা করে রাখেন তিনি।
ইসলাম, বোরখা, ইসলামি হিজাব, শিখদের পাগড়ি নিয়ে বিতর্কে ম্যাক্রঁর অবস্থান ও ফ্রান্সে মহম্মদের ব্যাঙ্গচিত্র প্রকাশের পর সম্প্রতি ঘৃণা-বিদ্বেষজাত হামলা নিয়ে তাঁর বক্তব্যে ক্ষোভের আগুন জ্বলছে মুসলিম দুনিয়ায়। ফরাসি পণ্য বয়কটের ডাক উঠেছে কাতার, কুয়েত, আলজিরিয়া, সুদান, প্যালেস্তাইন, মরক্কো, তুরস্ক, পাকিস্তানের মতো একাধিক দেশে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
ক্রিকেট
জেলার
Advertisement