Ukraine-Russia Tensions: সংকট আরও ঘোরাল, পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতা স্বীকৃতিদানের প্রস্তুতি পুতিনের
Ukraine Russia Tensions: ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিলেন। এই লক্ষ্যে তিনি বৈঠকও ডেকেছেন।
Russia Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেনের মধ্যে অচলাবস্থা, উত্তেজনা প্রশমনের কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিলেন। এই লক্ষ্যে তিনি বৈঠকও ডেকেছেন। পুতিনের এই পদক্ষেপে রাশিয়া-ইউক্রেন সংকট আরও ঘোরাল হতে পারে বলে মনে করা হচ্ছে।
ক্রেমলিন জানিয়েছে, অদূর ভবিষ্যতেই এ ব্যাপারে নির্দেশনামায় স্বাক্ষর দিতে পারেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট তাঁর সিদ্ধান্তের কথা ফরাসি ও জার্মানির নেতাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন।
ক্রেমলিন বলেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এই সিদ্ধান্তে পুতিনের সঙ্গে ফোনালাপে হতাশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, এর আগেই পুতিন বলেছিলেন, ইউক্রেনের দুই বিদ্রোহী অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেবেন কিনা, সেই সিদ্ধান্ত এদিনের মধ্যেই নেবেন। পুতিনের এই সিদ্ধান্ত ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলতি সংঘাত আরও ঘোরতর করবে বলেই আশঙ্কা। এর আগে রাশিয়ার ক্ষমতাবান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে পুতিন সরকারের পদস্থ আধিকারিকদের বক্তব্য শোনেন। সেখানে আধিকারিকরা বলেন যে, ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ডোনেটস্ক ও লুগানস্ককে স্বীকৃতিদানের সময় চলে এসেছে।
উল্লেখ্য, গত শনিবার ইউক্রেন চলতি সংঘর্ষে প্রথম এক সেনার মৃত্যু হওয়ার কথা জানিয়েছিল। একইসঙ্গে মস্কো সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছিল। পূর্ব ইউক্রেনে মোতায়েন সংযুক্ত সেনা কমান্ড বলেছিল, রুশ সীমান্ত সংলগ্ন দুটি বিচ্ছিন্নতাবাদী এলাকায় চলতি সংঘর্ষে এক সেনা নিহত হয়েছিলেন। ইউক্রেনের আপৎকালীন পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে, শুক্রবারের হামলার এক ঢেউ চলেছিল, তাতে তাদের দুই কর্মচারী আহত হয়েছিলেন। অন্যদিকে, বিদ্রোহী নেতারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তাদের বিচ্ছিন্নবাদী এলাকা বলপূর্বক ফেরত নেওয়ার চেষ্টার অভিযোগ করেন। যদিও কিয়েভ এই অভিযোগ অস্বীকার করেছিল।
আলাপ-আলোচনা, কৃটনৈতিক দৌত্য-এসবেরই মধ্যে ক্রমশ আরও জটিল হচ্ছে ইউক্রেন সংকট। এর আগে রাশিয়া সোমবারই অভিযোগ করেছে যে, ইউক্রেন থেকে একটি গোষ্ঠীর তাদের সীমা লঙ্ঘণের চেষ্টা ভেস্তে গিয়েছে। তাদের এই চেষ্টা ভেস্তে দিয়েছে সীমান্ত রক্ষী ও সেনাবাহিনী। এই ঘটনায় পাঁচ অন্তর্ঘাতকারী মারা গিয়েছে বলে রাশিয়ার সংবাদসংস্থা জানিয়েছে। যদিও ইউক্রেন এই অভিযোগকে ভুয়ো বলে খারিজ করে দেয়।