(Source: ECI/ABP News/ABP Majha)
Russia-Ukraine War Live Updates, 16 March: রুশ সেনার হামলায় রুটি সংগ্রহের লাইনে দাঁড়ানো ১০ জনের মৃত্যু ইউক্রেনে
Russia-Ukraine War: রুশ হামলায় ইউক্রেনের একের পর এক শহর কার্যত ধ্বংসস্তূপ। ইউক্রেনের প্রত্যাঘাতে ২০ রুশ সেনার মৃত্যু।
LIVE
Background
কিভ: রাশিয়ার (Russia) সঙ্গে যুদ্ধের জন্য ইউক্রেনকে (Ukraine) সমরাস্ত্র সহ সবরকম সাহায্য করবে আমেরিকা (USA)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ট্যুইটারে এই কথা জানিয়েছেন। সেইসঙ্গেই তিনি জানান, ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দেবে আমেরিকা। খাবার, রসদ সহ অন্যান্য সাহায্যও কিভে পাঠানো হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রক সূত্রে দাবি, এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেনে ৯০০-র বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। এরই মধ্যে রাশিয়ার বিদেশমন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।
এরই মধ্যে কিভের কাছে রুশ হামলায় আহত হয়েছেন ফক্স নিউজের সাংবাদিক বেঞ্জামিন হল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ড সীমান্তের মধ্যে ঢুকে পড়ে। তারপর দ্রুতই তা ফিরে আসে ইউক্রেনের আকাশসীমায়। সেটিকে গুলি করে নামানো হয়েছে।
তবে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমল। ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলারের নীচে নেমেছে তেলের দাম।
Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন সেনা কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল ছবি
ইউক্রেন সেনা বহন করে নিয়ে যাচ্ছে জ্যাভলিন ক্ষেপণাস্ত্র। কাঁধে করে নিয়ে যাচ্ছে। এমনই ছবি ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে।
Russia-Ukraine Conflict Live Updates: কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি
যুদ্ধের ২১তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। কিভের শহরতলি এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ। কিভ ছাড়াও লিভ, ওডেসা, মাইকোলেভ, পোলটাভা-সহ একাধিক শহরে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুহুর্মুহু বাজছে সাইরেন।
Russia-Ukraine Conflict Live Updates: বিশ্বকে নেতৃত্ব দেওয়ার অর্থ 'শান্তির নেতা', বাইডেনকে বললেন জেলেনস্কি
বিশ্বকে নেতৃত্ব দেওয়ার অর্থ 'শান্তির নেতা', বাইডেনকে বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
Russia-Ukraine Conflict Live Updates: বাইডেনের সঙ্গে কথা জেলেনস্কির
রাশিয়ার সঙ্গে যুদ্ধ অব্যাহত। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বুধবার কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
Russia-Ukraine Conflict Live Updates: জেলেনস্কির সঙ্গে ভিডিও কলে কথা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান প্রসিকিউটরের
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান প্রসিকিউটর করিম খানের ইউক্রেন পরিদর্শন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। খবর এএফপি সূত্রে।