এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারতকে সুপার হারকিউলিস বিমানের যন্ত্রাংশে বিক্রিতে মার্কিন অনুমোদন
সি-১৩০জে সুপার হারকিউসিল কার্গো বিমানের পরিকাঠামো এবং যন্ত্রাংশ কেনার জন্য আমেরিকার কাছে অনুরোধ করেছিল ভারত। ৯০ মিলিয়ন ডলারের ওই যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম কেনার ব্যাপারে ভারতের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে পেন্টাগন।
ওয়াশিংটন: সি-১৩০জে সুপার হারকিউলিস কার্গো বিমানের পরিকাঠামো এবং যন্ত্রাংশ কেনার জন্য আমেরিকার কাছে অনুরোধ করেছিল ভারত। ৯০ মিলিয়ন ডলারের ওই যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম কেনার ব্যাপারে ভারতের আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছে পেন্টাগন। সংবাদ সংস্থা পিটিআই এ কথা জানিয়েছে।
আমেরিকার প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে মার্কিন কংগ্রেসে জানিয়েছে, ভারত যন্ত্রাংশ ও সরঞ্জাম কেনার ব্যাপারে যে অনুরোধ করেছে, তা অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন। প্রতিরক্ষা বিভাগ বলেছে, ’’প্রস্তাবিত বিক্রি ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করতে এবং প্রধান প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সহায়তা করবে। ভারত-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল এবং দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি এবং অর্থনৈতিক ক্ষেত্রে এই অনুমোদনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।‘‘ ভারতকে হারকিউলিসের যন্ত্রাংশ এবং সরঞ্জাম সরবরাহ করবে মার্কিন সংস্থা লকহিড-মার্কিন। এই সংস্থা আমেরিকার বিমান, এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে থাকে।
রিপোর্টে বলা হয়েছে, ভারত যে যে যন্ত্রাংশের জন্য আবেদন করেছে সেগুলি হল বিমানের ব্যবহারযোগ্য জিনিস এবং অতিরিক্ত যন্ত্রাংশ মেরামত বা রিটার্ন; কার্টরিজ অ্যাকিউটেড ডিভাইস / প্রোপেলেন্ট অ্যাকিউটেড ডিভাইসস (সিএডি / পিএডি) অগ্নি নির্বাপক কার্টিজ; বিস্তারণ কার্তুজ; বিবিইউ -৩৫।
লকহিডের ওয়েবসাইটে বলা হয়েছে, ’’যে কোনও দুর্যোগপূর্ণ পরিবেশে যে কোনও সুউচ্চ স্থানে সি-১৩০জে প্রায় নিখুঁত ভাবে অবতরণ করতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement