এক্সপ্লোর
রেস্তোরাঁয় জন্ম নবজাতকের, সারাজীবন নিখরচায় খাবার ও চাকরির প্রতিশ্রুতি
![রেস্তোরাঁয় জন্ম নবজাতকের, সারাজীবন নিখরচায় খাবার ও চাকরির প্রতিশ্রুতি Woman Gives Birth In Restaurant, Baby Girl To Get Free Food For Life রেস্তোরাঁয় জন্ম নবজাতকের, সারাজীবন নিখরচায় খাবার ও চাকরির প্রতিশ্রুতি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/07/26195431/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টেক্সাস: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ফুড জয়েন্ট ফেসবুকে সম্প্রতি তাঁদের রেস্তোরাঁর বিজ্ঞাপন দেন অভিনব কায়দায়। তাঁরা লেখেন, আমরা শুধু ফুড ডেলিভারি করি না, বাচ্চা ডেলিভারিও করি। বুঝতে পারলেন না তো? আরও একটু খুলে বলা যাক.....
টেক্সাসের চিক-ফিল-এ তাঁদের ফেসবুক পেজে একটি বাচ্চার ছবি দিয়ে এই বিজ্ঞাপনটি দিয়েছেন। প্রসঙ্গত, গত ১৭ জুলাই, তাঁদের রেস্তোরাঁয় রাতের দিকে আসেন এক অন্তঃসত্ত্বা মহিলা। বোটেল বন্ধের সময় মারাত্মক প্রসব যন্ত্রণা নিয়ে আসা মহিলাকে ঢুকতে দেন হোটেল কর্মীরা। তারপরই মহিলাকে নিজেদের শৌচাগারে নিয়ে গিয়ে বাচ্চা জন্ম দিতে সাহায্য করেন হোটেলকর্মীরা।
প্রসঙ্গত, সেদিন রাতে স্ত্রীকে নিয়ে হাসপাতালেই যাচ্ছিলেন রব্রাট গ্রিফিন। বড় মেয়ে ও তাঁর বান্ধবীকে ওই রেস্তোরাঁর বাইরে নামিয়ে দেন তিনি। সেইসময়ই ওঠে প্রসব যন্ত্রণা। তখন হোটেল কর্মীরা এবং মহিলার স্বামী মিলে বাচ্চাটিকে প্রসব করান । আপাতত নবজাতককে সারা জীবন বিনামূল্যে খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওই হোটেল। শুধু তাই নয়, বাচ্চাটি যখন বড় হয়ে যাবে, তাকে প্রথম চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)