এক্সপ্লোর
Advertisement
স্থায়ী বাসিন্দার মর্যাদা দিয়েছে, জাকিরকে ভারতে পাঠানো হবে না, জানাল মালয়েশিয়া
কুয়ালালামপুর: মালয়েশিয়ায় কোনও ঝামেলা, গন্ডগোল না করলে জাকির নায়েককে বের করে দেওয়ার কোনও প্রশ্ন নেই। জানিয়ে দিলেন সে দেশের প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ।
গত জানুয়ারিতে ভারত সরকারের পক্ষ থেকে বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েককে বহিষ্কারের আনুষ্ঠানিক আবেদন করা হয়েছিল মালয়েশিয়ার কাছে। উসকানিমূলক, ঘৃণা ছড়ানো ভাষণের মাধ্যমে যুবকদের সন্ত্রাসের পথে ঠেলে দেওয়ার অভিযোগে জাকিরকে হাতে পেতে চাইছে ভারত। মালয়েশিয়ার সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকলেও মহাথির জানিয়েছেন, জাকিরকে তাঁরা স্থায়ী বাসিন্দার মর্যাদা দিয়েছেন, তাই তাঁকে তাঁরা বের করে দেবেন না।
তবে দেশের আইন ভাঙলে জাকিরকে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হবে বলে গতকাল জানিয়ে দেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদিন ইয়াসিন।
জাকিরকে ভারতে বহিষ্কার করে পাঠিয়ে দেওয়ার খবর নিয়ে জল্পনা রয়েছে বেশ কিছুদিন ধরে। যদিও ৫২ বছরের জাকিরকে ভারতে পাঠিয়ে দেওয়ার খবর গতকাল অস্বীকার করেন মালয়েশিয়া পুলিশের ইনস্পক্টর জেনারেল মহম্মদ ফুজি হারুন।
কয়েকদিন আগে জাকির নিজেও বিবৃতি দিয়ে তাঁকে মালয়েশিয়া সরকার ভারতে পাঠিয়ে দিতে পারে বলে খবর উড়িয়ে বলেন, 'অন্যায় বিচারে'র মুখোমুখি হতে হবে না, এমন নিশ্চয়তা পাওয়া পর্যন্ত তিনি ভারতে ফিরছেন না।
প্রসঙ্গত, ভারতে জাকিরের বিরুদ্ধে সন্ত্রাস ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনআইএ তদন্ত চলছে। ২০১৬-র জুলাই ভারত ছেড়ে বেরিয়ে যান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement