(Source: ECI/ABP News/ABP Majha)
জঙ্গিযোগের অভিযোগে গুজরাত পুলিশের হাতে গ্রেফতার বসিরহাটের যুবক
Youth from Basirhat arrested: গুজরাত পুলিশের দাবি, ধৃত রাজ্জাকের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগ রয়েছে
কলকাতা ও উত্তর ২৪ পরগনা: রাজ্যে সন্দেহভাজন লস্কর জঙ্গিকে গ্রেফতার করল গুজরাত পুলিশের এসটিএফ। ধৃত আব্দুর রজ্জাক গাজি বসিরহাটের দক্ষিণ বাগুণ্ডি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাজ্যে আসে গুজরাত পুলিশের এসটিএফের ৫ জনের দল। মোবাইল ট্র্যাক করে বসিরহাট এসটিএফকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দণ্ডিরহাট বাজারে অভিযান চালায় তারা। লস্কর জঙ্গি সন্দেহে গ্রেফতার করে ওই যুবককে।
গুজরাত পুলিশের অভিযোগ, ২০০৬-এর আমদাবাদ বিস্ফোরণ মামলায় মূল অভিযুক্তকে বাড়িতে আশ্রয় দেওয়া ছাড়াও বাংলাদেশে পালিয়ে যেতে সাহায্য করে ওই যুবক।
সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়। যদিও গুজরাত পুলিশের এই দাবি মানতে নারাজ ধৃতের পরিবার এবং গ্রামবাসীরা। ট্রানজিট রিমান্ডে ওই সন্দেহভাজন জঙ্গিকে গুজরাতে নিয়ে গিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, আমদাবাদ বিস্ফোরণ কাণ্ডে ওই যুবকের কী ভূমিকা ছিল, সে সম্পর্কে গুজরাত পুলিশের তরফে তাদের কিছু জানানো হয়নি।