এক্সপ্লোর
Advertisement
Gmail, YouTube Down: হঠাৎই বিশ্বজুড়ে ডাউন ইউটিউব, জিমেল
সপ্তাহের প্রথমদিন জিমেল পরিষেবা বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাহত হয় অফিসের কাজ। সমস্যায় পড়েন ইউজাররা।
নয়াদিল্লি: হঠাৎই ডাউন হয়ে গেল ইউটিউব, জিমেলের পরিষেবা। বিশ্বজুড়ে বন্ধ হয়ে যায় পরিষেবা। সপ্তাহের প্রথমদিন জিমেল পরিষেবা বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যাহত হয় অফিসের কাজ। আর ইউটিউব, জিমেল কিছুক্ষণের জন্য বন্ধ হওয়ায় ট্যুইটারে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। ট্যুইটারে ট্রেন্ডিং বিষয় হয় গুগল ডাউন। প্রায় ৪৫ মিনিট ডাউন ছিল ইউটিউব, জিমেল। সাময়িকভাবে থমকে থাকলেও, ফের শুরু হয়েছে পরিষেবা।
বিশ্বজুড়ে ইউটিউব এবং জিমেল স্তব্ধ হয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে জিমেলের কাছে। তারা ট্যুইট করে জানতে চায়, আপনার জিমেল অ্যাকাউন্টের কী অবস্থা সেটা কি জানাতে পারেন? অ্যান্ড্রয়েড, আইওএস বা ব্রাউজার থেকে কি জিমেল অ্যাকাউন্ট খোলা যাচ্ছে? আমরা সবরকমভাবে আপনাদের সাহায্য করব। একইসঙ্গে এদিন ট্যুইট করেছে ইউটিউব। তারা লিখেছে, আমরা জানি ইউটিউব ব্যবহার করতে আপনাদের অনেকেরই সমস্যা হচ্ছে। আমাদের টিম নজরে রাখছে। নতুন কোনও খবর পেলে আমরা আপনাদের জানিয়ে দেব।
সোমবার ইউটিউব এবং জিমেল পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি স্তব্ধ হয়ে যায় গুগল ম্যাপও। মোবাইল ছাড়া কম্পিউটার থেকে ব্যবহার করতেও সমস্যা হয়। ব্যস্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা। ইউটিউব, জিমেল সহ গুগল পরিষেবা ব্যাহত হওয়ায় অভিযোগ জানাতে থাকেন নেটিজেনরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement