Youtuber Swept Away: রিল বানাতে গিয়ে জলপ্রপাতে তলিয়ে গেলেন জনপ্রিয় ইউটিউবার, লাইভ করতে করতেই...
Youtuber Accident Reel Making: সাগর জলপ্রপাতের কাছে ড্রোন ক্যামেরা ব্যবহার করে কিছু ছবি তোলার চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় তিনি জলে ভেসে যাওয়া পাথরের উপর আটকে পড়েন।

নয়া দিল্লি: রিল বানানোই কাল হল এই জনপ্রিয় ইউটিউবারের। ওড়িশার কোরাটপুর জেলার দুদুমা জলপ্রপাতে গিয়ে রিল বানাচ্ছিলেন। আর সেখানেই ভয়ঙ্কর পরিণতি হল এক ইউটিউবারের। মৃতের নাম সাগর টুডু। বয়স ২২ বছর। তিনি ওড়িশার গঞ্জাম জেলার বেরহমপুরের বাসিন্দা ছিলেন।
২২ বছর বয়সী ইউটিউবারকে তাঁর করা লাইভ দেখেই ভিডিওতে সনাক্ত করা গিয়েছে। সাগর জলপ্রপাতের কাছে ড্রোন ক্যামেরা ব্যবহার করে ছবি তোলার চেষ্টা করছিলেন বলে জানা গেছে, যখন জলের স্তর বেড়ে যায় এবং তিনি জলে ভেসে যাওয়া পাথরের উপর আটকা পড়েন।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সেখানে উপস্থিত কিছু লোক দড়ি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করছিল, কিন্তু স্রোত খুব বেশি ছিল এবং সে তখন আর টাল সামলাতে পারেনি। আচমকা পা পিছলে জলে পড়ে যান সাগর তারপরই তলিয়ে যান প্রবল স্রোতে। দুর্ঘটনার সময়কার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
हिन्दी संस्करण के लिए नीचे पढ़ें
— Lt Col Ashish Devliyal (Retd) (@AshishDevliyal1) August 24, 2025
🚨🔥🔥📢 Tragedy at Duduma Waterfall: YouTuber Swept Away by Sudden Currents 🚨🔥🔥📢
English Version
🟩➡ Filming Adventure Ends in Disaster
A 22-year-old YouTuber, Sagar Tudu from Berhampur, went missing after being swept away by powerful… pic.twitter.com/DfYn5cUAGF
যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও তার কোনও খোঁজ পাওয়া য়ায়নি বলে পুলিশ সূত্রে খবর।
সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে খবর, সাগরের বন্ধু অভিজিৎ বেহেরা তার ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন পর্যটন স্থানের ভিডিও রেকর্ড করার জন্য তার সঙ্গে ছিলেন। পুলিশ তদন্ত করছে ও তল্লাশিও চালাচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, মাচাকুণ্ড বাঁধ থেকে যখন জল ছাড়া হচ্ছিল, তখন সাগর নিরাপদ তীর থেকে কয়েক ফুট দূরে একটি পাথরের উপর দাঁড়িয়ে ছিলেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোরাপুটের লামতাপুট এলাকায় ভারী বৃষ্টিপাতের পর কর্তৃপক্ষ বাঁধের ভাটির দিকের মানুষদের সতর্ক করেছিল আগেই। ঠিক তখনই সাগর আটকা পড়ে যায়। বেশিক্ষণ ধরে ভারসাম্য বজায় রাখতে না পেরে ভেসে যায়।






















