Yuvaan: মা শুভশ্রীর কোলে বসে অ,আ,ক, খ, ইউভানের হাতেখড়ির ছবি শেয়ার করলেন রাজ
কচি হাতে স্লেট পেনসিল, হালকা নীল পাঞ্জাবিতে মায়ের কোলে বসে ছোট্ট ইউভান। হাতেখড়ি দিল দেড় বছরের একরত্তি ইউভান। সোশ্যাল মিডিয়ায় সেই মিষ্টি মুহূর্তের একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন রাজ চক্রবর্তী।
কলকাতা: কচি হাতে স্লেট পেনসিল, হালকা নীল পাঞ্জাবিতে মায়ের কোলে বসে ছোট্ট ইউভান। সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দিল দেড় বছরের একরত্তি ইউভান। সোশ্যাল মিডিয়ায় সেই মিষ্টি মুহূর্তের একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
সরস্বতী পুজোর দিন রাজ চক্রবর্তীর অফিসে বাণীবন্দনায় সামিল হয়েছিলেন গোটা পরিবার। লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন শুভশ্রী চক্রবর্তী। হালকা চকোলেট রঙের পাঞ্জাবি বেছে নিয়েছিলেন রাজ। আর ছোট্ট ইউভান সেজেছিল ধুতি আর হালকা নীল পাঞ্জাবিতে। মায়ের কোলে বসেই পুষ্পাঞ্জলি দিল সে। সোশ্যাল মিডিয়ায় সরস্বতী পুজোর ছোট্ট ভিডিও ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখানে দেখা গেল ডাকের সাজে নয়নাভিরাম প্রতিমাকে। প্রসাদ ফুলে ফলে পুজোর আয়োজনও ছিল নজরকাড়া।
মায়ের কোলে বসেই স্লেটে আঁকিবুকি কাটল ছোট্ট ইউভান (Yuvaan)। পুরোহিতের হাত ধরে নিয়মমাফিক লিখল অ,আ,ক,খ। কেবল রাজ-পরিবারই নয়, এদিন হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ ও কাঞ্চন মল্লিকের বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে চর্চিত। এদিন রাজের অফিসে উপস্থিত হয়েছিলেন তাঁরাও। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল সেই ছবিও।
আরও পড়ুন: Baba Baby O: ৩ দিনে বাজেটের অর্ধেকেরও বেশি লক্ষ্মীলাভ, সপ্তাহান্তে হাউজফুল 'বাবা, বেবি ও'
অন্যদিকে, দুই নতুন ছবির মুক্তির কথা একই দিনে ঘোষণা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত নতুন ছবি 'হাবজি গাবজি' (Habji Gabji) ও 'ধর্মযুদ্ধ' (Dharma Juddha) মুক্তির দিন ঘোষণা করলেন নায়িকা। বছর দুয়েক ধরে মুক্তির অপেক্ষায় দিন গুণছে ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছবি মুক্তির দিন ঠিক করতে চাননি নির্মাতা সংস্থা।
সোশ্যাল মিডিয়ায় দুটি ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লিখেছেন, 'আমরা এবার চমক নিয়ে আসছি। প্রথমে হাবজি গাবজি ও তারপর ধর্মযুদ্ধ। আনন্দ হচ্ছে এটা জানাতে যে হাবজি গাবজি মুক্তি পাবে জুন মাসের ৩ তারিখে। এরপর ধর্মযুদ্ধ মুক্তি পাবে অগাস্ট মাসের ১২ তারিখে।' একই খবর ভাগ করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকেও।