Zomato Meme: ১০ মিনিটে খাবার ডেলিভারি করবে জোম্যাটো? মিমের বন্যা নেটমহলে
Zomato 10 mints Delivery: জোম্যাটোর তরফে নতুন যে পরিষেবাটি চালু করা হয়েছে তার নাম Zomato Instant। সংস্থার ফাউন্ডার দীপিন্দর গয়াল গতকাল এবিষয়ে নিজেই জানিয়েছিলেন।
নয়া দিল্লি: সোমবার জোম্যাটোর তরফে জানানো হয়েছে ১০ মিনিটে খাবার ডেলিভারি দেবে সংস্থাটি। এই ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন টুইটারে মিমের বন্যা। টুইটার ব্যবহারকারীদের একাংশ খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন। পাশাপাশি অনেকে জোম্যাটো পার্টনারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
জোম্যাটোর তরফে নতুন যে পরিষেবাটি চালু করা হয়েছে তার নাম Zomato Instant। সংস্থার ফাউন্ডার দীপিন্দর গয়াল গতকাল এবিষয়ে নিজেই জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সর্বপ্রথম গুরগাঁওয়ে এই পরিষেবা পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হবে। এবং তারপর দেশের সব শহরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
এই ঘোষণার পর থেকে অনেকেই কটাক্ষ করেছেন। সমালোচকদের বক্তব্য, ১০ মিনিটে খাবার ডেলিভারি দিলে কীভাবে খাবারের গুণগত মান সঠিক থাকবে? পাশাপাশি ডেলিভারি পার্টনারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
যদিও এরপর পরিস্থিতি সামলাতে মাঠে নামেন খোদ দীপিন্দর। টুইটারে তিনি লেখেন, "১০ মিনিটে ডেলিভারি দেওয়ার জন্য আরও বেশি করে ফুড স্টেশন খোলা হবে। এবং ডেলিভারি পার্টনারদের সর্বাধিক ২ কিলোমিটার দূরত্বের মধ্যে খাবার ডেলিভারির জন্য যেতে হবে।" অন্যদিকে তিনি স্পষ্ট জানিয়েছেন ১০ মিনিটে ডেলিভারি না দিতে পারলে ডেলিভারি পার্টনারদের কোনও জরিমানা দিতে হবে না।
এর সঙ্গে তিনি আরও বলেন, ম্যাগি ১০ মিনিটের মধ্যে ডেলিভারি করা সম্ভব হবে। অর্থাৎ তিনি একপ্রকার বুঝিয়ে দিয়েছেন যে ধরনের খাবার ২ মিনিটের মধ্যে রান্না করা সম্ভব শুধুমাত্র সেই খাবার ১০ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া হবে। যদিও এত কিছুর পরও মিমের বন্যা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে।
#Zomato plans to deliver food in 10 mins
— Gautam (@Gautam06290535) March 21, 2022
Le Delhi traffic traffic 🚦🚦 pic.twitter.com/rN06DDIGD0
Still scratching my head to understand what food items can be cooked and delivered in 10 minutes#Zomato
— FPL Balor ⭐⭐ (@FPLBalor) March 22, 2022
Situation at #Zomato right now !😂👇🏻 pic.twitter.com/OaQF2KmDry
— Thanos Pandit ™ (@Thanos_pandith) March 22, 2022
এক ব্যবহারকারী লিখেছেন, জোম্যাটো রাইডার থেকে দূরে থাকুন। তার সঙ্গে তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন।