Apple Sneakers: নিলামে উঠল অ্যাপেলের তৈরি 'জুতো'! দাম কত জানেন?
Apple Shoe: ১৯৯০ সালে কেবলমাত্র সংস্থার কর্মীদের জন্যই স্নিকার তৈরি করেছিল অ্যাপেল কর্তৃপক্ষ। এখন সেই স্নিকার কেনা যাবে। নিলাম হচ্ছে এই স্নিকারের।
Apple Sneakers: আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপেলের ডেস্কটপ, এয়ারপডস- এসব তো অনেক হল। এবার কেনা যাবে অ্যাপেলের স্নিকার্স (Apple Sneakers)। ১৯৯০ সালে কেবলমাত্র সংস্থার কর্মীদের জন্যই স্নিকার তৈরি করেছিল অ্যাপেল কর্তৃপক্ষ। এখন সেই স্নিকার্স কেনা যাবে। তবে দাম আকাশছোঁয়া, একেবারে ৪১ লক্ষ টাকা। জুতোর দাম ৪১ লক্ষ টাকা শুনে চোখ কপালে উঠে যাওয়াই স্বাভাবিক। তবে বিশ্বে এরকম অনেক জিনিসই রয়েছে যাদের দাম শুনলে নিমেষে চক্ষু ছানাবড়া হতে বাধ্য।
নতুন করে কিন্তু কোনও জুতো তৈরি করেনি সংস্থা। সেই ১৯৯০ সালে সংস্থার কর্মীদের জন্য তৈরি জুতোই এখন বিক্রি করা হবে। এই স্নিকার্সের মধ্যে আবার থাকছে রেনবো লোগো। অর্থাৎ একসময়ে অ্যাপেলের তৈরি এই স্নিকার্স এখন নিলাম করা হচ্ছে। সৌজন্যে বিখ্যাত অকশন হাউস Sotheby। একজোড়া 'আলট্রা রেয়ার' অ্যাপেল স্নিকার্সের দাম ৫০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় আনুমানিক ৪১ লক্ষ টাকা। টেক-গ্যাজেট প্রেমী এবং অবশ্যই ধনকুবের হলেই এই জুতো কেনা সম্ভব বলে ইতিমধ্যেই মন্তব্য করেছেন নেটিজেনদের একদল। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বাজারে অ্যাপেলের যেসমস্ত প্রোডাক্ট রয়েছে তার মধ্যে কোনওটিরই দাম এই জুতোর সমকক্ষে নেই।
এই স্নিকার্সে রয়েছে আইকনিক রেনবো লোগো, যা সংস্থার ইতিহাস বিবৃত করবে। অ্যাপেল সংস্থার কর্মীদের জন্য সাদা রঙের এই স্নিকার্স তৈরি করা হয়েছিল বিশেষ উপহার হিসেবে। ১৯৯০- এর মাঝামাঝি সময়ে National Sales Conference- এ এই বিশেষ জুতো দেওয়াও হয়েছিল কর্মীদের। তবে জনসাধারণের জন্য কখনই এই স্পেশ্যাল স্নিকার্স তৈরি করা হয়নি।
অ্যাপেলের মতো প্রযুক্তি সংস্থা স্নিকার তৈরি করবে, এই তথ্য সত্যিই বিশ্বাসযোগ্য নয়। কিন্তু ইতিহাস বলছে, ফ্যাশন জগতে আগেই পা রেখেছিল অ্যাপেল। ১৯৮৬ সালে লঞ্চ হয়েছিল 'দ্য অ্যাপেল কালেকশন'। জামাকাপড়ের পাশাপাশি এই সংগ্রহে ছিল অ্যাকসেসরিজও। আর সঙ্গে ছিল সেই উজ্জ্বল রেনবো অ্যাপেল লোগো। শুধু পোশাক নয়, তার সঙ্গে 'দ্য অ্যাপেল কালেকশন'- এ ছিল ছাতা, ব্যাগ, চাবির রিং এবং আরও অনেক কিছু। সব প্রোডাক্টেই ছিল ওই রেনবো অ্যাপেল লোগো। The Apple Collection আবার পরিচিত white label products হিসেবে। থার্ড পার্টি সংস্থা Lamy, Honda, Braun এইসব প্রোডাক্ট তৈরি করত। আর তা বিক্রি হতো অ্যাপেলের ব্র্যান্ডিং এবং লোগোর মাধ্যমে। নিলামের আগে জানানো হয়েছে যে এই স্নিকার্স অরিজিনাল বাক্সে একদম নতুন রয়েছে। সঙ্গে দেওয়া হবে একজোড়া লাল রঙের শ্যু লেস।
আরও পড়ুন- মা হল 'পুরুষ' গোরিলা! ভুল ভাঙার পর বিস্মিত চিড়িয়াখানা